শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

আটঘরিয়ায় ৭ প্রার্থী জামানত হারালেন

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
  ০৬ জুন ২০২৪, ০০:০০
আটঘরিয়ায় ৭ প্রার্থী জামানত হারালেন

সদ্য সমাপ্ত ২৯ মে অনুষ্ঠিত পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে সাতজন জামানত হারালেন।

নিয়ম অনুযায়ী কাস্টিং ভোটের ১৫% ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত হয়। সে মোতাবেক ভাইস চেয়ারম্যান পদে ইউসুফ আলী (তালা প্রতীক) পেয়েছেন ৮,০৩৯ ভোট। অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নীলা খাতুন (পদ্মফুল প্রতীক) ৭,৬১৯ ভোট, সামেলা খাতুন (সেলাই মেশিন প্রতীক) ৪,৮৮২ ভোট, রুনা খাতুন (ফুলের টপ প্রতীক) ৩,৩৪০ ভোট, পামেলা খাতুন (প্রজাপতি প্রতীক) ৭,৬১৯ ভোট, রাশিদা খাতুন (বৈদু্যতিক পাখা প্রতীক) ৯,৮১৪ ভোট, উম্মে কুলসুম (কলস প্রতীক) ৮,৫৩৩ ভোট পেয়েছেন।

আটঘরিয়া উপজেলায় মোট ভোট ১,৩৮,৮৭১ এবং কাস্টিং ভোটের হার ৫৪.৫৫%, কাস্টিং ভোটের পরিমাণ ৭৫,৭৫৪। সে হিসাবে জামানত ফিরে পেতে প্রয়োজন ১২ হাজার ৩৬৩ ভোট। কিন্তু সাতজনই সে পরিমাণ ভোট না পাওয়ায় জামানত হারাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে