শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

'ভোটারদের কেন্দ্রে আনতে প্রার্থীসহ নির্বাচন কমিশনকে একযোগে কাজ করতে হবে'

ফেনী প্রতিনিধি
  ০৬ জুন ২০২৪, ০০:০০
'ভোটারদের কেন্দ্রে আনতে প্রার্থীসহ নির্বাচন কমিশনকে একযোগে কাজ করতে হবে'

ভোটারদের ভোটকেন্দ্রে আনতে প্রার্থীসহ নির্বাচন কমিশনকে একযোগে কাজ করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ইলেকশান মনিটরিং সেলের চেয়ারম্যান অধ্যাপক আবেদ আলী।

তিনি বুধবার ফেনীর ছাগলনাইয়াতে শেষ ধাপের উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণের সময় ভোটার ও কেন্দ্র পরিস্থিতি পরিদর্শনকালে এ কথা বলেন। দুপুর বারোটায় ছাগলনাইয়া ইসলামিয়া কামেল মাদ্রাসা কেন্দ্রে পরিদর্শন করেন। এরপর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত ২৫ ভাগ ভোট প্রয়োগ হয়েছে। বিকেল নাগাদ ৩০ ভাগ ভোট প্রয়োগ হতে পারে। কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ, ভোটারদের ভোট কেন্দ্রে আনতে হবে। প্রার্থীকে বেশি কাজ করতে হবে। এর জন্য প্রার্থী বেশি জনপ্রিয় হতে হবে, নির্বাচন কমিশনসহ রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে বলে তিনি জানান। ভোটার উপস্থিতি আরো বাড়ানো দরকার, যেখানে নির্বাচন কমিশনসহ সরকারের পদক্ষেপ গ্রহণ জরুরি। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে সময়মত তফসিল ঘোষণার ফলে নির্বাচন কমিশন নির্বাচন সমাপ্ত করবে, এটাই নিয়ম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে