বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. গিয়াসউদ্দীন মিয়া দক্ষিণ ও চীনের দালিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল ফিজিক্সের (ডিআইসিপি) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বশেমুরকৃবি এবং ডিআইসিপি'র মধ্যে ইতোপূর্বে স্বাক্ষরিত পারস্পরিক সহযোগিতা চুক্তির আওতায় প্রথমে চীনা (ডিআইসিপি) প্রতিনিধি দল বশেমুরকৃবি পরিদর্শন করেন। ফিরতি সফরে বশেমুরকৃবি'র উদ্যানতত্ত্ব বিভাগের প্রফেসর ড. আজিজুল হক, প্রফেসর ড. ইমরুল কায়েস ও প্রফেসর ড. মো. জাহিদুল হাসানসহ বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের চারজন বিজ্ঞানী এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বর্তমানে ডিআইসিপিতে অবস্থান করছেন। তারা সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
ডিআইসিপি আয়োজিত সভায় প্রতিষ্ঠানটির ভাইস ডিরেক্টর প্রফেসর ইয়ানকিয়াং হুয়াং, বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা বিভাগের ডেপুটি ডিরেক্টর প্রফেসর চেন ঝাং এবং গস্নাইকো ইঞ্জিনিয়ারিং রিসার্চ গ্রম্নপের গ্রম্নপ লিডার প্রফেসর হেং ইনসহ সংশ্লিষ্ট বিজ্ঞানী, গবেষক ও গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
চীনের লিয়াওনিং প্রদেশে অবস্থিত খ্যাতনামা এই গবেষণা প্রতিষ্ঠানটির সেমিনার কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উভয়পক্ষই স্ব-স্ব প্রতিষ্ঠানের গবেষণা সাফল্য ও কার্যক্রমসমূহ উপস্থাপন করেন।