নিয়োগ জালিয়াতির অভিযোগে বেরোবি'র শিক্ষকের বিরুদ্ধে তদন্ত

প্রকাশ | ০৬ জুন ২০২৪, ০০:০০

বেরোবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক তাবিউর রহমান প্রধানের নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিন্ডিকেট সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক সিরাজ উদ দৌলস্নাহকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়। রোববার বিকালে উপ-রেজিস্ট্রার ময়নুল আজাদের স্বাক্ষরিত এক অফিস আদেশ এ তথ্য জানানো হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ ও উপ-রেজিস্ট্রার ময়নুল আজাদ। এখানে কমিটির সচিব শুধু সাচিবিক দায়িত্ব পালন করবে বলে উলেস্নখ করা হয়েছে। অফিস আদেশে বলা হয়, দুর্নীতি দমন কমিশন পত্রের সঙ্গে সংযুক্ত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক পদে কর্মরত তাবিউর রহমান প্রধানের প্রভাষক পদে নিয়োগ সংক্রান্ত অভিযোগের বিষয়ে দালিলিক প্রমাণ এবং মহামান্য হাইকোর্টে মোহা. মাহমুদুল হকের দাখিল করা রিট মামলার পরিপ্রেক্ষিতে লিখিত বক্তব্য চেয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পত্র প্রেরণ করেছেন।