মুন্সীগঞ্জে যুবক হত্যায় তিনজন গ্রেপ্তার মাদককারবারিসহ ৪ জেলায় গ্রেপ্তার ৬

প্রকাশ | ০৬ জুন ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
মুন্সীগঞ্জের সিরাজদিখানে হত্যা মামলার তিনজনকে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও অস্ত্র ও মাদককাবারিসহ চার জেলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর আবুল হাশেম হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত। গ্রেপ্তার আসামিরা হলো- উপজেলার রামকৃষ্ণদি এলাকার নাছির খান (৩৫), ইকবাল খান (৩৮) ও নাইম (১৮)। সহকারী পুলিশ সুপার বলেন, 'এটি নির্বাচনী সহিংসতা বা কোনো রাজনৈতিক ঘটনা নয়। এটা আধিপত্য নিয়ে উপজেলার রামকৃষ্ণদি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যাকান্ডটি ঘটে। নিহত আবুল হাশেম (৪৫) উপজেলার চর কুন্দলিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। শিগগিরই প্রধান আসামিসহ বাকিদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বাস দেন তিনি। পাবনা প্রতিনিধি জানান, পাবনায় সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছের্ যাব। মঙ্গলবার রাতে পৌর এলাকার শালগাড়িয়া মহলস্নার মাঠপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি রিপন মাহমুদ (৪২) সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের মজিদপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। র্ যাব জানায়, গ্রেপ্তার রিপন মাহমুদকে বুধবার পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে। মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, খাগড়াছড়ির মানিকছড়িতে দেশীয় তৈরি একটি এলজিসহ লোকমান হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছের্ যাব-৭। মঙ্গলবার উপজেলার গচ্ছাবিল এলাকার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক থেকে তাকে আটক করা হয়। তিনি গচ্ছাবিল এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে। মানিকছড়ি থানার ওসি ইকবাল উদ্দিন জানান, 'আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।' লংগদু (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির লংগদুতে এক কলেজ ছাত্রীর আত্মহত্যার প্ররোচণার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। জানা যায়, উপজেলার বাইট্টাপাড়া তিনটিলা এলাকায় জাহাঙ্গীর আলম জাবেদের মেয়ে জেসমিন আক্তার (১৯) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহতের মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রতিবেশী প্রেমিক ফরহাদকে আটক করে পুলিশ। ফরহাদ একই গ্রামের ওসমান গনির ছেলে। লংগদু থানার ওসি হারুনুর রশিদ বলেন, 'ভিকটিমের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে। এদিকে প্রেমিক ফরহাদকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।' ডিমলা (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর ডিমলায় গাজা সেবনের অপরাধে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। আটকরা হলো বাবুরহাট গ্রামের সাহেদ আলী (২২) ও জমুদ্দির চৌপথি এলাকার হাবিব ইসলাম (২৫)। এ ছাড়াও বুধবার সকালে উপজেলার হাকিমের চৌপথি এলাকা থেকে উপজেলার মৌজাপাঙ্গা গ্রামের কৃষ্ট রায়ের ছেলে স্বপন কুমার রায়কে (২৮) হিরোইনসহ গ্রেপ্তার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন ডিমলা থানার ওসি দেবাশীষ রায়।