শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১
মধুপুরে নিরাপদ খাদ্য নিশ্চিতে মানববন্ধন

রূপগঞ্জে শতাধিক বাড়িঘরে হামলা-ভাংচুর প্রতিবাদে বিক্ষোভ মিছিল

স্বদেশ ডেস্ক
  ০৬ জুন ২০২৪, ০০:০০
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঘর-বাড়িতে হামলা, ভাংচুর-লুটপাটের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল -যাযাদি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শতাধিক ঘরবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে এবং টাঙ্গাইলের মধুপুরে নিরাপদ খাদ্য নিশ্চিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার দক্ষিণপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা তাবেল মিয়া ও এলাকার নিরীহ মানুষের দেড় শতাধিক ঘরবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। বুধবার উপজেলার তারাবো বিশ্বরোড-ডেমরা সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। মানববন্ধনে সহস্রাধিক নারী-পুরুষসহ এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনপূর্বক তারাবো হাটিপাড়া এলাকায় আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন তারাবো পৌর আওয়ামী লীগ নেতা বকুল ভূঁইয়া। সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা তাবেল মিয়ার স্ত্রী জোসনা বেগম, আওয়ামী লীগ নেতা মনসুর আলী, বাদল ভূঁইয়া, আব্দুলস্নাহ, নিরব ভূঁইয়া, সজীব ভূঁইয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, তারাবো দক্ষিণপাড়ার আকবর বাহিনী ও শ্রাবণ বাহিনীর সদস্যরা মাদক ও কিশোর গ্যাংয়ের আধিপত্য নিয়ে কিছু দিন পরপর সংঘর্ষে জড়িয়ে পড়ে। বাড়িঘরে ও দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। উলেস্নখ্য, গত ৩০ মে মাদক ব্যবসাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের আকবর বাহিনী ও শ্রাবণ বাহিনী আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, গুলি-ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষে লিপ্ত হয়।

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের মধুপুরে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে মানববন্ধন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস। বুধবার সকালে উপজেলার ২৫ মাইল এলাকায় কারিতাসের আইসিটি সেন্টারে সামনে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে গারো নারী-পুরুষরা এ মানববন্ধন করেন। কারিতাসের আইএফএস- আইসিটি প্রকল্প আয়োজিত নিরাপদ খাদ্য নিরাপত্তা নিয়ে অনুষ্ঠিত মানববন্ধনের উদ্বোধন করেন মধুপুর প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান। এ সময় বক্তব্য রাখেন কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা সূচনা রুরাম, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আইএফএস- আইসিটি প্রকল্পের ফোকালপারসন উজ্জ্বল চক্রবর্তী, কারিতাসের কৃষক দলের নারী কল্পনা মৃ, আনতা চাম্বু গং, পালিনা আজিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে