সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৫ জুন ২০২৪, ০০:০০

প্রতিনিধি
কর্মশালা অনুষ্ঠিত ম কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি কচুয়ায় ক্লাস্টার ব্যবস্থাপনায় উন্নত মৎস্যচাষ অনুশীলন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কচুয়া উপজেলা পরিষদের শেখ তন্ময় মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মেহেদী হাসান বাবু, বিশেষ অতিথি ছিলেন কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ সাজ্জাদুল ইসলাম সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান হনুফা খাতুন, মেরিন ফিশারিজ কর্মকর্তা দীপংকর চক্রবর্তীসহ কচুয়া উপজেলার বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও ক্লাস্টারভুক্ত উপজেলার বিভিন্ন পর্যায়ের চিংড়ি চাষিরা। কৃষি যন্ত্রপাতি বিতরণ ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি সমন্বিত কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ভর্তুকি মূল্যে নওগাঁর পোরশায় কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে বোরো মৌসুমে উন্নয়ন সহায়তা হিসেবে ভর্তুকি মূল্যে আগ্রহী চারজন কৃষককে চারটি কম্বাইন হারভেস্টার প্রদান করা হয়। এতে প্রধান অতিথি থেকে কৃষিযন্ত্রপাতি বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান। এ সময় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমানসহ (হাবিব) কৃষক, সাংবাদিক ও গণমান্য ব্যক্তিরা। কৃষি উপকরণ বিতরণ ম কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কাপাসিয়ায় প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইট বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় প্রান্তিক কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন কুমার বসাকের সভাপতিত্বে এসময় ছিলেন কাপাসিয়া অতিরিক্ত কৃষি অফিসার সৈয়দ শাকিল আহমেদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোকলেসুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা আক্তার হোসেন প্রমুখ। মেলা উদ্বোধন ম ডোমার (নীলফামারী) প্রতিনিধি নীলফামারীর ডোমারে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ডোমার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান ফার্মাসিস্ট সরকার ফারহানা আখতার সুমি। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায় ও মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাজিয়া সুলতানার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম। শাহাদাতবার্ষিকী ম সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি মুন্সীগঞ্জের সিরাজদিখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৩তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বাহেরকুচি গ্রামে দেলোয়ার হোসেনের বাড়ির আঙিনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মো. মমিন আলী। এতে প্রধান বক্তা ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন। মধ্যপাড়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খালেক শিকদার, সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল হক খান। গণসংবর্ধনা ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে রোববার বিকালে নবনির্বাচিত সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান আলহাজ মেহেরুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক খন্দকার সালাহউদ্দিন আহম্মেদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য খাঁন মুহাম্মাদ সাইফুলস্নাহ আল মেহেদী বাঁধন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপস্নব, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আমিনুর রহমান মহলদার, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান ফাহমিদা আক্তার ফারজানা। কৃষি উপকরণ বিতরণ ম শিবচর (মাদারীপুর) প্রতিনিধি মাদারীপুর শিবচরে ৩০০ জন কৃষকের মাধ্যে চারা বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বরে শিবচর উপজেলা কৃষি অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুলস্নাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মোহাম্মদ মাকসুদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার শাহ আলম, শিবচর কৃষি সম্প্রসারণ অফিসার মো. সাকিব খান, শিবচর উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. বেলস্নাল হোসেন। সেমিনার অনুষ্ঠিত ম পাবনা প্রতিনিধি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের উদ্যোগে 'সাসটেইনেবল স্পেশাল পস্ন্যানিং প্রাকটিসেস' বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক্সাম হল বিল্ডিংয়ে সেমিনারে সভাপতিত্ব করেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চেয়ারম্যান মো. কামরুল হাসান। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পস্নানারস (বিআইপি)-এর প্রেসিডেন্ট ড. আদিল মোহাম্মদ খান। কমিটি গঠন ম গাইবান্ধা প্রতিনিধি জাতীয় শ্রমিক লীগ গাইবান্ধা শহর শাখার আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি খায়রুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল, যুগ্ম সম্পাদক পিয়ারুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, তানজিমুল ইসলাম জামিল, শ্রমিক লীগ জেলা সহ-সভাপতি মজদার রহমান, সাধারণ সম্পাদক সুধাংশু কুমার রায়। যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার আলী, সদর থানা যুবলীগের আহ্বায়ক আবু বকর কাজল প্রমুখ। অ্যাওয়ার্ড অর্জন ম বাকৃবি প্রতিনিধি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রম্নপ থেকে এ বছর এক শিক্ষার্থী ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড ও একজন কর্মকর্তা সিএনসি'স অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে। মানব কল্যাণে আত্মনিবেদনের স্বীকৃতিস্বরূপ ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড-২০২২ মনোনীত হয়েছেন এন্টোমলজি বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী রোভার সাইম আহমেদ সিফাত এবং রোভার স্কাউট আন্দোলন গতিশীল ও সম্প্রসারণে অবদানের স্বীকৃতি স্বরূপ সিএনসি'স অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন বাকৃবির রোভার স্কাউট লিডার ড. জহিরুল আলম। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবি রোভার স্কাউট গ্রম্নপের সিনিয়র রোভারমেট ও গ্রম্নপ সম্পাদক মো. আল-আমিন হোসেন। প্রশিক্ষণ অনুষ্ঠিত ম ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি সমাজসেবায় গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ এই সেস্নাগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিদা আক্তার। এ সময় ছিলেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিন, ফিল্ড সুপারভাইজার মোহা. শাহ জালালসহ অন্যরা। সাধারণ সভা ম রায়পুর (লক্ষ্ণীপুর) প্রতিনিধি লক্ষ্ণীপুরের রায়পুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেডের ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিআরডিবির প্রশিক্ষণ হলে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ। রায়পুর ইউসিডিসিএ লিমিটিডের চেয়ারম্যান মো. শফিকুর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খান, প্যানেল মেয়র জাকির হোসেন নোমান, রায়পুর পলস্নী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আ. ছাত্তার, সমাজসেবা কর্মকর্তা মাজহারুল ইসলাম প্রমুখ। মাঠ দিবস ম হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি মানিকগঞ্জের হরিরামপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুরের বোরো ২০২৩-২০২৪ মৌসুমে স্থাপিত ব্রি ধান ১০১ এর প্রদর্শনীর মাঠ দিবস ও শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার গালা ইউনিয়নের বাঙ্গালা এলাকায় চঅজঞঘঊজ প্রকল্প বি অঙ্গের অর্থায়নে ও গাজীপুর ব্রি ফলিত গবেষণা বিভাগের আয়োজনে, হরিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এই মাঠ দিবস ও শস্য কর্তন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফলিত গবেষণা বিভাগ, ব্রি এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান ড. মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রি গবেষণার পরিচালক ড. মো. খালেকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ফলিত গবেষণা বিভাগ ব্রি এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শামছুন্নাহার ও উপজেলা কৃষি অফিসার মো. তৌহিদুজ্জামান খান প্রমুখ। বর্ধিত সভা ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আগামী ২৩ মে দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন ও উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সুফল ও ব্যর্থতা বিষয়ক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শিবগঞ্জ পৌরসভা মিলনায়তনে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতী আক্তার টুম্পা।