শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

পরিবেশের ভারসাম্য রক্ষার ওপর আমাদের অস্তিত্ব নির্ভর করছে -বাউবি উপাচার্য

গাজীপুর প্রতিনিধি
  ০৫ জুন ২০২৪, ০০:০০
পরিবেশের ভারসাম্য রক্ষার ওপর আমাদের অস্তিত্ব নির্ভর করছে -বাউবি উপাচার্য

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেছেন, 'পরিবেশের ভারসাম্য রক্ষার ওপর আমাদের অস্তিত্ব নির্ভর করছে। প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে আমাদের আরও সচেতন হতে হবে।'

মঙ্গলবার গাজীপুরে বাউবি'র বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সম্মেলন কেন্দ্রে 'বাংলাদেশ ও বিশ্ব পরিবেশ' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, 'প্রতিনিয়ত পৃথিবীতে কার্বনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। শিল্প বিপস্নবের সময় থেকে কার্বনডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। যে হারে কার্বনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তা অব্যাহত থাকলে মানবকুলের ওপর বিরূপ প্রভাব পড়বে।'

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ওয়াইল্ড টিম'র চেয়ারম্যান পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল।

শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ড. আব্দুল হামিদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ড. শহীদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাউবির সামাজিক বিজ্ঞান ও ভাষা স্কুলের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে