গফরগাঁওয়ে হামলা ভাঙচুরের প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন

প্রকাশ | ০৫ জুন ২০২৪, ০০:০০

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী আবুল হোসেন দীপুর বিরুদ্ধে আনারস প্রতীকের সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার গফরগাঁও প্রেস ক্লাবে আনারস প্রতীকের প্রার্থী আশরাফ উদ্দিন বাদল এ সংবাদ সম্মেলন করেন। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, 'গত রোববার রাতে উপজেলার নিগুয়ারী ইউনিয়নের বিষারটেক বাজার, পাইথল ইউনিয়নের গয়েশপুর বড়বড়াই বাজার ও টাংগাব ইউনিয়নের বারইহাটি বাজারে ঘোড়া প্রতীকের প্রার্থী আবুল হোসেন দীপুর সমর্থকরা আনারস প্রতীকের সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। এ সময় দীপুর বাহিনী জনমনে আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। এ ঘটনায় ওইদিন রাতেই সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছি।' তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু ও শাস্তিপুর্ণ নির্বাচনের আহ্বান জানান। সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন গফরগাঁও ইউপি চেয়ারম্যান শামছুল আলম খোকন, চরআলগী ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ মুনসুর, উপজেলা যুবলীগের আহ্বায়ক এম সালাহ উদ্দিন পলাশ প্রমুখ।