কুমিলস্না মেডিকেলে কণ্ঠনালি ক্যানসারের সফল অস্ত্রোপচার

প্রকাশ | ০৫ জুন ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, কুমিলস্না
কুমিলস্না মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে প্রথমবারের মতো জয়নাল আবেদীন (৫৫) নামে এক রোগীর কণ্ঠনালির ক্যানসারের অস্ত্রোপচার করা হয়েছে। সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হাসপাতালের অপারেশন থিয়েটারে এ অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার সম্পন্ন করেন কুমেক হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমান। হাসপাতাল সূত্রে জানা গেছে, কুমিলস্নার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে জয়নাল আবেদীন। তিনি পেশায় একজন অটোরিকশা চালক। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্ট ও গলাব্যথায় ভূগছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি তিনি কণ্ঠনালির তীব্র ব্যথা নিয়ে কুমেক হাসপাতালে ভর্তি হন। এখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার ডান কণ্ঠনালিতে ক্যানসার ধরা পড়ে। বিভাগীয় প্রধান ডা. এএইচএম দেলোয়ার মামুন জানান, এ ধরনের অপারেশন কুমিলস্না মেডিকেল কলেজ হাসপাতাল তথা কুমিলস্নায় সর্বপ্রথম করা হলো যা উন্নত চিকিৎসায় এ হাসপাতালে একটি নতুন দিগন্তের সূচনা করেছে। এই চিকিৎসার জন্য এই অঞ্চলের কোনো রোগীকে আর ঢাকা বা বিদেশে যেতে হবে না।