শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

আটঘরিয়ায় মুক্তিযুদ্ধের বীরত্বগাথা শুনল ৪ শতাধিক শিক্ষার্থী

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
  ০৫ জুন ২০২৪, ০০:০০
আটঘরিয়ায় মুক্তিযুদ্ধের বীরত্বগাথা শুনল ৪ শতাধিক শিক্ষার্থী

পাবনার আটঘরিয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা শোননো হয়েছে। মঙ্গলবার আটঘরিয়া মডেল মসজিদের হলরুমে এ আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের উপসচিব ডক্টর রুহুল আমিন।

অনুষ্ঠানে সাবেক উপজেলা কমান্ডার জহুরুল হক, সুলতান মাহমুদ, সাবেক উপজেলা কমান্ডার আব্দুল মোতালেব এবং যুদ্ধকালীন কমান্ডার আনোয়ার হোসেন রেনু যুদ্ধে অংশগ্রহণের স্ব-স্ব ক্ষেত্রে অবদান, ভূমিকা ও তৎপরতা নিয়ে হৃদয়বিদারক কাহিনী স্মৃতিচারণ করে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে উপস্থাপন করেন।

এরপর ছাত্রছাত্রীরা বর্ণিত কাহিনী থেকে তাদের প্রশ্ন করেন এবং ঐ মুক্তিযোদ্ধারা তাদের প্রশ্নের উত্তর দেন। এরপর কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে শ্রেষ্ঠ ১০ জন বিজয়ী ছাত্রছাত্রীদের বেছে নিয়ে তাদের পুরস্কৃত ও সনদ প্রদান করা হয়।

ইউএসও নাহারুল ইসলাম ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, 'তোমরা স্বাধীনতা যুদ্ধের ইতিহাস বেশি বেশি পড়বে, স্বাধীনতাকে মনেপ্রাণে ধারণ করবে, তোমরা মুক্তিযোদ্ধাদের সম্মান করবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে