ডিমলায় অবৈধ ক্লিনিক সিলগালা

প্রকাশ | ০৫ জুন ২০২৪, ০০:০০

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলায় অনুমোদন বিহীন 'ডিমলা স্কয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার' সিলগালা করেছেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবু হেনা মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার এবং ডিমলা উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান। সিভিল সার্জন ডা. আবু হেনা মোস্তফা বলেন, 'ডিমলা স্কয়ার ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসুতির মৃতু্যর সংবাদ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়। ক্লিনিকটির প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাচাই করার জন্য আসলে ক্লিনিক কর্তৃপক্ষ ক্লিনিক পরিচালনার স্বপক্ষে বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ও বিভিন্ন অনিয়ম করে ক্লিনিকটি পরিচালনা করার অপরাধে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। প্রসূতির মৃতু্যর ঘটনায় তিন সদস্যে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।