টাঙ্গাইলে হোরোইন দিয়ে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশ | ০৫ জুন ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইলে ডিবি পুলিশ কর্তৃক হেরোইন দিয়ে মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক নারী। এছাড়া তিনি একই অভিযোগে টাঙ্গাইলের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগও করেছেন। টাঙ্গাইল প্রেস ক্লাবে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী বন্যা বেগম(৩৬) নামে ওই নারী বলেন, তিনি কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাছ চিনামুড়া গ্রামের আফজাল শরীফের স্ত্রী। তিনি বলেন, গত ১০মার্চ টাঙ্গাইল ডিবি পুলিশের এসআই এসএম কাওছার সুলতান সঙ্গীয় ফোর্স নিয়ে তার বাড়িতে যান। ঘরের আসবাবপত্র তছনছ করেন। তারপর তার স্বামী ও তাকে গাড়িতে উঠিয়ে নেন। অত:পর টাঙ্গাইল শহরের রাবনা বাইপাসে এসে দুই লাখ টাকা দিলে তাকে ছেড়ে দেবেন বলে জানান। কিন্তু টাকা দিতে পারবেন না জানালে তাদের ডিবি অফিসে নিয়ে নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতন চালান। তখন বাধ্য হয়ে মেয়ের মাধ্যমে ধার-কর্জ এবং পিকআপ বন্ধক রেখে এক লাখ টাকা দেন। তিনি জানান, তারপরও তার স্বামীকে ১০ গ্রাম ও তাকে ৫ গ্রাম হেরোইন ডিবি অফিসের ড্রয়ার থেকে বের করে তাদের কোর্টে চালান করে দেন। প্রায় ১ মাস পর তারা জামিনে মুক্ত হন। পুলিশ সুপারের কাছে গত ৩ জুন লিখিত অভিযোগ দিয়েছেন জানিয়ে সংবাদ সম্মেলনে তিনি ডিবি পুলিশের এসআই এসএম কাওছার সুলতানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। সংবাদ সম্মেলনে টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।