শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

আখাউড়ায় বিদ্যালয়ের আয় ব্যয়ের হিসাব না দেওয়ায় প্রধান শিক্ষককে শোকজ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  ০৫ জুন ২০২৪, ০০:০০
আখাউড়ায় বিদ্যালয়ের আয় ব্যয়ের হিসাব না দেওয়ায় প্রধান শিক্ষককে শোকজ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শাহআলম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষকের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নিয়েছে। কমিটির সিদ্ধান্ত ও অনুমতি ছাড়া সাবেক সভাপতির বিরুদ্ধে মামলা করায় এবং বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাব না দেওয়ায় প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে। নোটিশে ১০ কার্য দিবসের মধ্যে উপযুক্ত জবাব দিতে বলা হয়েছে। ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। নোটিশের অনুলিপি জেলা প্রশাসক ব্রাহ্মণবাড়িয়া, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে প্রধান শিক্ষক সেলিনা বেগম বলেন, 'মামলা করার জন্য ম্যানেজিং কমিটির অনুমতি নেওয়ার কোনো আইন নাই। বাংলাদেশের যে কোনো নাগরিক মামলা করতে পারে। আয়-ব্যয়ের হিসাব আমি দেব না, অফিসের কেরানি দেবে।'

ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী বলেন, 'প্রধান শিক্ষক কমিটির কোনো সিদ্ধান্ত ছাড়া সাবেক সভাপতির বিরুদ্ধে আদালতে মামলা করেছে। খবর পেলাম প্রধান শিক্ষক কমিটির বিরুদ্ধে থানায়ও একটি অভিযোগ দিয়েছেন। আয়-ব্যয়েরও হিসাব দিচ্ছেন না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে