যায়যায়দিনে সংবাদ প্রকাশ

তাহিরপুরে ডুবে থাকা রেসকিউ বোট উদ্ধার

প্রকাশ | ০৫ জুন ২০২৪, ০০:০০

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
যায়যায়দিনে সংবাদ প্রকাশের পর দীর্ঘদিন পানিতে ডুবে থাকা রেসকিউ বোট উদ্ধার করা হয়েছে। গত ৩ জুন 'তাহিরপুরে অবহেলায় নষ্ট হচ্ছে সরকারি রেসকিউ বোট' শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এর পর মঙ্গলবার পুলিশ স্টেশনের সামনে বৌলাই নদীতে ডুবে থাকা রেসকিউ বোটটি উদ্ধার করা হয়। এর আগে দীর্ঘ দেড় বছর ধরে রেসকিউ বোটটি বৌলাই নদীতে অযত্নে অবহেলায় কখনো শুকনা নদীতে কখনো পানিতে ডুবন্ত অবস্থায় ছিল। ২০২২ সালে বন্যার সময় সুনামগঞ্জ জেলায় দুটি বোট হস্তান্তর করে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। সে বছর বন্যার সময় রেসকিউ বোটটি বন্যার্ত মানুষদের উদ্ধার ও ত্রাণ সহায়তা দিতে কাজে লাগে। বন্যার পর থেকে অযত্নে অবহলোয় নষ্টের পথেই ছিল রেসকিউ বোট 'টাঙ্গুয়া-১ সুনামগঞ্জ'। উপজেলার ভাইস চেয়ারম্যান আলমগীর খোকন বলেন, 'থানার সামনে দেখলাম রেসকিউ বোটটি সেচ দেওয়া হচ্ছে। এটি রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। বর্ষাকালে তাহিরপুরে এটির প্রয়োজনীয়তা রয়েছে।'