ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃতু্য দুই জেলায় ২ জনের অপমৃতু্য

গৌরীপুরে নাতনির শাবলের আঘাতে বৃদ্ধা খুন

প্রকাশ | ০৫ জুন ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
ময়মনসিংহের গৌরীপুরে নাতনির লোহার শাবলের আঘাতে প্রতিবেশী দাদির মৃতু্য হয়েছে। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃতু্য হয়েছে। এ ছাড়া পানিতে পড়ে ও বিদু্যৎস্পৃষ্ট হয়ে দুই জেলায় শিশুসহ ২ জনের মৃতু্য হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গৌরীপুরে অন্তঃসত্ত্বা নাতনি সাবিকুন্নাহারের (২৫) লোহার শাবলের আঘাতে নিহত হয়েছেন প্রতিবেশী দাদি ফুলজান (৯০)। সোমবার উপজেলার সহনাটি ইউনিয়নে ভালুকাপুর গ্রামে এ ঘটনা ঘটে নিহত বৃদ্ধা ফুলজান ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত সাবিকুন্নাহারকে আটক করেছে পুলিশ। তিনি একই গ্রামের তাঁরা মিয়ার মেয়ে। নিহতের ছেলে মজিবুর রহমান জানিয়েছেন, আমার মা ঝাড়-ফুঁক করতেন। ঘটনার দিন পেটব্যথার কথা বলে সাবিকুন্নাহার মাকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। বয়স্ক মা ওইদিন দুপুরে লাঠিতে ভর দিয়ে সাবিকুন্নাহারের বাড়িতে যায়। হঠাৎ প্রতিবেশীদের চিৎকারে জানতে পারি সাবিকুন্নাহার লোহার শাবল দিয়ে মাকে আঘাত করেছে।' প্রতিবেশী দরাজ মিয়া জানান, গুরুতর আহত অবস্থায় ফুলজানকে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে ওইদিন বিকালে বৃদ্ধা ফুলজান মারা যান। গৌরীপুর থানার ওসি সুমন চন্দ্র রায় জানান, অভিযুক্ত সাবিকুন্নাহারকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার আলামত হিসেবে লোহার শাবলটি জব্দ করা হয়েছে। ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে রবিউল ইসলাম (১৮) নামে এক যুবকের মৃতু্য হয়েছে। মঙ্গলবার উপজেলার চান্দ্রা ইউনিয়নের দীঘলকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল উপজেলার কালামৃধা ইউনিয়নের ভাষরা গ্রামের লিটন শেখের ছেলে। \হনিহতের বাবা লিটন শেখ জানান, 'সকাল সাতটার দিকে কাজের উদ্দেশে রবিউল বাড়ি থেকে বের হয়েছিল। পরে দশটার দিকে তার মৃতু্যর খবর পাই।' রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমনাথ বসু ঘটনার সত্যতা স্বীকার করেছেন। স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পানিতে ডুবে জুনায়েদ (৬) নামে এক শিশুর মৃতু্য হয়েছে। মঙ্গলবার উপজেলা সদরের উত্তর আরিফাইল গ্রামে এই ঘটনা ঘটে। মৃত জুনায়েদ ওই এলাকার হারুন মিয়ার ছেলে। সরাইল থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, গোসল করতে বাড়ির পাশের পুকুরে যায় জুনায়েদ। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে ভেসে উঠলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে কারখানায় কাজ করতে গিয়ে বিদু্যৎস্পৃষ্ট হয়ে জাকির হোসেন নামে এক নির্মাণ শ্রমিকের মৃতু্য হয়েছে। মঙ্গলবার উপজেলার গাজীপুর ইউনিয়নের প্রধানের চালা গ্রামে ক্রাউন ইজিওয়্যার কারখানায় এই ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন (২৫) উপজেলার নিজমাওনা গ্রামের শামসুল হকের ছেলে। প্রত্যক্ষদর্শী নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, ক্রাউন ইজিওয়্যার কারখানায় জাকির হোসেন একটি ভবন নির্মাণের কাজের সঙ্গে যুক্ত। সকালে কাজ শুরু করতে বৈদু্যতিক ওয়েল্ডিং মেশিন চালু করতে যান তিনি। এ সময় অসাবধানতা বশত বিদু্যৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আসমা উল হোসনা বলেন, 'হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল ওই যুবককে।' শ্রীপুর থানার ওসি আকবর আলী খান বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'