শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

বাজিতপুরে উপজেলা নির্বাচন উপলক্ষে আনসার ভিডিপি সদস্যদের প্যারেড

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ০৫ জুন ২০২৪, ০০:০০
কিশোরগঞ্জের বাজিতপুরে নির্বাচনে নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আইনশৃঙ্খলা ও আনসার ভিডিপি সদস্যদের প্যারেড -যাযাদি

কিশোরগঞ্জের বাজিতপুরে উপজেলায় চতুর্থ ধাপে নির্বাচন আজ। নির্বাচনকে উৎসবমুখর করার জন্য মঙ্গলবার ডাকবাংলার ময়দানে আইনশৃঙ্খলা বাহিনী, আনসার ভিডিপি সদস্যদের প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন উপলক্ষে উপজেলার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ৮৫টি কেন্দ্রে পিসি ও এপিসি ২৫৫ জন, সাধারণ আনসার (পুরুষ) ৫৭১ জন, মহিলা আনসার ৩৪০ জনসহ মোট ১১৬৬ জন সদস্যদের কেন্দ্রে পাঠানো হয়েছে।

জানা যায়, এসব কেন্দ্রে পুলিশ বাহিনীর সঙ্গে আনসার সদস্যরা ভোটারদের নিরাপত্তার জন্য এসব কাজ করছেন।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মুহাম্মদ জাকির হোসেন বলেন,'নির্বাচনে প্রতি ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার জন্য তার আনসার ভিডিপির সদস্যরা সদা তৎপর থাকবে।'

উলেস্নখ্য, এছাড়াও উপজেলার একটি পৌরসভাসহ ১১টি ইউনিয়নে ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্ট্রাইকিং ফোর্সসহ সরকারিভাবে বিভিন্ন বাহিনী নিয়োজিত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে