'তথ্য আইনের সঠিক ব্যবহারে দুর্নীতি হ্রাস করা সম্ভব'

প্রকাশ | ০৫ জুন ২০২৪, ০০:০০

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ ও জন অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক -যাযাদি
তথ্য অধিকার আইনের সঠিক ব্যবহার করলে দুর্নীতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ তথ্য কমিশনের কমিশনার শহীদুল আলম ঝিনুক। মঙ্গলবার সকালে সাভার উপজেলার হল রুমে তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ ও জন অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তথ্য কমিশনার আরও বলেন, '২০০৯ সালে বাংলাদেশে তথ্য অধিকার আইন চালু হলেও খুবই কম মানুষ এই আইনের ব্যবহার করে। আপনারা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করবেন এতে সাধারণ মানুষ তথ্যের সঠিক ব্যবহার করে নিজের জীবনকে সহজে চালিত করতে পারবেন। সামাজিক উন্নয়নে তথ্য অধিকার আইনের সঠিক ব্যবহার করতে পারলে দুর্নীতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব।' উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্রের সভাপতিত্বে উপস্থিত ছিলেন তথ্য কমিশনের পরিচালক ড. আব্দুল হাকিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মুল হুদা, সহকারী কমিশনার (ভূমি) এসএম রাসেল ইসলামসহ অন্যান্য দপ্তরের বিভিন্ন কর্মকর্তা।