শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ০৪ জুন ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

সভা অনুষ্ঠিত

ম বাগেরহাট প্রতিনিধি

আমন্ত্রিত অতিথিদের সমন্বয়ে ব্যাপক আয়োজনে এবং মধ্যাঢ়হ্নভোজের মধ্য দিয়ে বাগেরহাট সদর উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। চলমান ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪'র প্রথম ধাপের নির্বাচনে বিজয়ী বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের প্রথম সভা রোববার উপজেলা পরিষদ অডিটরিয়ামে সম্পন্ন হয়। সদর উপজেলা পরিষদে পুনরায় নির্বাচিত চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনের আমন্ত্রণে পরবর্তী মধ্যহ্নভোজে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু। বিশেষ অতিথি ছিলেন জেলা সদর আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের একান্ত সহকারী এইচএম শাহীন।

অবহিতকরণ কর্মশালা

ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক মো. এনামুল হক, গাইবান্ধার উপ-পরিচালক প্রসেনজিৎ প্রণয় মিশ্র। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, ভাইস চেয়ারম্যান এমএ মতিন মোলস্না, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার জাফরিন জায়েদ জিতি।

মতবিনিময় সভা

ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) আদিবাসী উন্নয়ন প্রকল্পের আয়োজনে আদিবাসী সম্প্র্রদায়ের ভাষা ও সংস্কৃতি রক্ষায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর হলরুমে প্রকল্প ব্যবস্থাপক মোরশেদ আলমের সঞ্চালনায়, ডিএসকে'র নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও এম. রকিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ডিএসকের যুগ্ম-পরিচালক সুমন হাওলাদার, ডিএসকের সহকারী পরিচালক শামছুল আলম খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব।

বাছুর বিতরণ

ম গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মধ্যে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার প্রান্তিক জেলেদের মধ্যে গরু বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা চত্বরে মৎস্য বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাব্বির সাজ্জাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান ফজলুর রহমান। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি অফিসার আহসানউলস্নাহ, সরকারি কর্মকর্তা ও কর্মচারীসহ সাংবাদিকরা।

ভেন্ডিং মেশিন স্থাপিত

ম গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালী গলাচিপায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ও পরিকল্পনায় প্রথম ধাপে ১৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ২টি কলেজে স্থাপিত হচ্ছে 'স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন'। রোববার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. নূর কুতুবুল আলম কর্তৃক গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রমের যাত্রা শুরু করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে শিক্ষার্থী দীপ্তিকা বলেন, উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।

আর্থিক সহায়তা

ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

রাঙ্গামাটি সেনা রিজিয়নের ১০ আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অসহায় পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার ১০ আর ই ব্যাটালিয়নের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরাদম, গবাগনা ও হাজাছড়া এলাকায় সেনাপ্রধানের দিকনির্দেশনায় ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সোহেল, পিএসসির সর্বাধিক সহযোগিতায় ত্রাণসামগ্রী বিতরণ করেন ক্যাপ্টেন মো. এনামুল হক সাকিব।

প্রশিক্ষণ কর্মশালা

ম জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

জুরাছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা সম্মেলন কক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জ্ঞানেন্দু বিকাশ চাকমা। উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান কামিনী রঞ্জন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা দেবী চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা।

সমিতি হস্তান্তর

ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

উপজেলা সিসিডিভির উদ্যোগে দশ গ্রাজুয়েট (পূর্ণ যোগ্যতা) সমিতি হস্তান্তর উপলক্ষে সোমবার অফিস চত্বরে এক বর্ণাঢ্য হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিসিডিবির এরিয়া ম্যানেজার ডেনিস মারান্ডি। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাহারুল ইসলাম। অন্যদের মধ্যে ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা জাকিয়া সুলতানা, আটঘরিয়া সিসিডিবির সাবেক সংগঠক বিজন দাস, আটঘরিয়া সিসিডিবির রুস্তমপুর গোলাপ সমিতির নেতা শাহজাহান, মাজপাড়া ফুলকলি সমিতির সভাপতি মোশারফ, চাঁদ ভাসাথী সমিতির নেতা লাল মিয়া।

প্রথম কার্যদিবস

ম ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান জিয়াউল আহসান গাজীর দায়িত্ব ভার গ্রহণ ও প্রথম কার্যৎদিবসে সমন্বয় সভায় যোগদান অনুষ্ঠান। সোমবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করেন এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার আবুবক্কর সিদ্দিকীর সভাপতিত্বে উপজেলার সব দপ্তরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে তাদের বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে ছিলেন প্রকৌশলী লায়লা মিথুন, কৃষি অফিসার কামরুন নেছা সুমি, প্রকল্প অফিসার শফিকুল ইসলাম, এসআই আব্দুল জলিল, চেয়ারম্যান শাহিন হাওলাদার, কামরুজ্জামান তালুকদার, কবির হোসেন বয়াতী, ইমন তালুকদার।

আলোচনা সভা

ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে ফিনিস লিকুইট স্প্রে নিবেদিত গবাদিপশু সুরক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার শহীদ বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান মিলনায়তনে ওই কর্মশালায় মশা, মাছি, পোকামাকড় থেকে গবাদিপশুর বিভিন্ন রোগ প্রতিরোধ ও প্রতিকার নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান বিপণন কর্মকর্তা মো. শামিউর রহমান, পলস্নী প্রাণী চিকিৎসক আতিকুর রহমান। এ সময় ছিলেন ফিনিস প্রতিনিধি জাহিদুল ইসলাম, রেজানুল ইসলাম প্রমুখ।

জনসমাবেশ অনুষ্ঠিত

ম বিরল (দিনাজপুর) প্রতিনিধি

বিরলে জনসংগঠনের উপজেলা সমন্বয় পরিষদের আয়োজনে কমিউনিটি ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (সিডিএ) সহযোগিতায় ভূমি অধিকার, কৃষি-ভূমি সংস্কার ও সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক জনসমাবেশ অুনষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বহ্নিশিখা আশা। উপজেলা ভূমিহীন সমন্বয় পরিষদের সভাপ্রধান আজাহার আলীর সভাপতিত্বে ও সিডিএর আঞ্চলিক ব্যবস্থাপক কামরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম, উপজেলা সমবায় অফিসার হাফিজুর রহমান, প্রেস ক্লাব সভাপতি এমএ কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শামু।

প্রস্তুতিমূলক সভা

ম ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামাইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় ৪টি ইউনিয়নকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা করতে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও আসমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনজুয়ারা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, যুব-উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এ.টি.এম ফসিউল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা বেদারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান যথাক্রমে এ.টি.এম বদিউল আলম, ওসমান গণি, গোলাম কিবরিয়া।

আর্থিক সহায়তা

ম বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত ৮১ রোগীদের মধ্যে আর্থিক সহায়তায় চেক বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি উপস্থিত রোগীদের হাতে চেক তুলে দেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ মো. জাকারিয়া জাকা। উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে এলাহীর সভাপতিত্বে ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. তরিকুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. শিবলী সাদিক।

নগদ অর্থ প্রদান

ম রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি

লক্ষ্ণীপুরের রামগতিতে তিনটি অগ্নিকান্ড এবং ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে উপজেলা ও পৌরসভার জামায়াতের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার উপজেলার বয়ারচর, রামগতির হাটবাজার, রামদয়াল বাজার এবং রামগতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডেসহ মোট চারটি স্থানে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্ণীপুর জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূইয়া, এসময় জেলা নায়েবে আমির কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য মাওলানা এআর হাফিজ উলস্নাহ, রামগতি উপজেলা সাবেক আমীর অধ্যাপক মিজানুর রহমান, উপজেলা আমীর মাওলানা আবদুর রহিম, সেক্রেটারি আলী মুর্তুজা পৌরসভার আমির মাওলানা আবুল খায়ের মোহাম্মদ মোছলেহ উদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে