শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

ফুলবাড়ীর ধরলা নদীতে মাছ শিকারির জালে রাক্ষুসে শাখার ফিস

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ০৪ জুন ২০২৪, ০০:০০
ফুলবাড়ীর ধরলা নদীতে মাছ শিকারির জালে রাক্ষুসে শাখার ফিস

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের বোর্ডের হাটসংলগ্ন ধরলা নদীর মোহনায় সৌখিন মাছ শিকারি ইমান আলীর জালে ধরা পড়েছে রাক্ষুসে শাখার ফিস। অদ্ভুত আকারের এই মাছটি ধরা পড়ায় এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্য।

উৎসুক মানুষ মাছটিকে একনজর দেখতে ধরলা নদীর মোহনায় ছুটে যান। মাছটি বালতিতে সংরক্ষণ করে বাড়িতে নিয়ে আসলে দূর-দূরান্তের উৎসুক মানুষ ভিড় জমান ইমানের বাড়িতে।

সৌখিন মাছ শিকারি ইমান আলী সাংবাদিকদের জানান, তিনি প্রতিদিনের মতো শিমুলবাড়ী ইউনিয়নের বোর্ডের হাটসংলগ্ন ধরলা নদীর মোহনায় রোববার রাতে মাছ ধরার জন্য রিংজালা পাতেন। জাল তোলার সময় অন্য মাছের সঙ্গে অদ্ভুত মাছটি দেখেন। পরে প্রায় ২৫০ গ্রাম ওজনের ওই মাছটিকে বাড়িতে নিয়ে আসেন। এই মাছটি অদ্ভুত আকারের হওয়ায় তার বাড়িতে উৎসুক মানুষ ভিড় করছেন।

এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান, এটি শাখার ফিস। এ মাছ রাক্ষুসে প্রকৃতির। নদী-নালায় অর্থাৎ জলাশয়ে এ মাছ থাকলে অন্য প্রজাতির মাছকে খেয়ে সাবাড় করে। তাই এটি পরিবেশ বিপর্জয়ক। এই শাখার ফিস চাষ করা নিষিদ্ধ। তবে জালে ধরা পড়া মাছটি ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে বা ভারত থেকে আসতে পারে বলে তার ধারণা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে