'রাণীনগরের হাটে অতিরিক্ত টোল আদায় বন্ধ করা হবে'

প্রকাশ | ০৪ জুন ২০২৪, ০০:০০

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান রাহিদ সরদার বলেছেন, কোরবানি ঈদকে সামনে রেখে হাটে হাটে অতিরিক্ত টোল আদায়ের অহরহ অভিযোগ ওঠেছে। এই অতিরিক্ত টোল আদায় বন্ধ করা হবে। প্রতিটি হাটে টোল চার্ট ঝুলিয়ে দেওয়া হবে। তিনি জনগণের উদ্দেশে বলেন, আপনারা টোল চার্ট দেখে খাজনা দেবেন। চার্টের বাহিরে এক টাকাও বেশি খাজনা দিবেন না। তার পরেও যদি কেউ জোরপূর্বক অতিরিক্ত খাজনা নেয় সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাবেন। রোববার সন্ধ্যার আগে নির্বাচন-পরবর্তী এলাকার সাধারণ মানুষের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময়কালে আবাদপুকুরের চারমাথায় এক পথসভায় প্রধান অতিথি হিসেবে এই কথাগুলো বলেন রাহিদ সরদার। একডালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ফটিকের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় ছিলেন বড়গাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার আব্দুল মতিন, কালীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন, একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী শাহজাহান আলী, একডালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ আকন্দ, কালীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তাদির খন্দকার প্রমুখ।