ফতুলস্নায় জলাবদ্ধতা নিরসনে খাল দখলমুক্তসহ পরিষ্কারের কাজ শুরু

প্রকাশ | ০৪ জুন ২০২৪, ০০:০০

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুলস্নায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কারসহ দখলমুক্ত করার কাজ শুরু করা হয়েছে। স্থানীয় এমপি শামীম ওসমানের নির্দেশে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেনাবাহিনী সদস্যদের মাধ্যমে খাল দখলমুক্তসহ পরিষ্কারের কাজ শুরু করা হয়। গত রোববার সকালে ফতুলস্নার মুসলিমনগর আদর্শ পাড়ারস্থ হাবুলস্নার ব্রিজ থেকে কাজ শুরু করা হয়েছে। সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে খাল পরিষ্কার কাজের উদ্বোধন করেন এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান। এর আগে ফতুলস্নার বিভিন্ন এলাকার জলাবদ্ধতা নিরসনে গত শুক্রবার বাদ জুম্মা শাসনগাঁও এলাকার খাল পরিদর্শন করেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। এ সময় সেনাবাহিনীর সদস্য ছাড়াও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করার কাজের উদ্বোধনকালে চেয়ারম্যান আসাদুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে এলাকার ময়লা আবর্জনায় খাল ভরাট হয়ে গেছে। যার কারণে বিভিন্ন এলাকার বসতবাড়ির পানি এবং বৃষ্টির পানি বের হতে না পাড়ায় রাস্তা-ঘাটে পানি জমে গিয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এমনকি বৃষ্টির পানিতে বিভিন্ন মানুষের বাড়ি-ঘর তলিয়ে যায়। এতে করে মানুষ দুর্ভোগের শিকার হয়। মানুষের দুর্ভোগ লাঘবে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের বিশেষ বরাদ্দে সেনাবাহিনী খাল পরিষ্কার কাজ শুরু করেছে। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল জলিল, মো. ইসলাম, লিপি আক্তারসহ সেনাবাহিনীর সদস্যরা প্রমুখ।