লাখাইর হাটবাজারে রাতের বেলায় হোটেল সরঞ্জামাদি থাকে কুকুরের দখলে

প্রকাশ | ০৪ জুন ২০২৪, ০০:০০

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের লাখাইয়ে অস্বাস্থ্যকর আর অপরিচ্ছন্ন পরিবেশে চলে খাবার হোটেল ব্যবসা। দিনের বেলায় যেমনই থাকুক রাতের বেলায় পাল্টে যায় হোটেলগুলোর চিত্র, বিশেষ করে হবিগঞ্জ লাখাই আঞ্চলিক সড়কের পাশে গড়ে ওঠা হোটেলগুলোতে হরহামেশাই চোখে এমন চিত্র দেখা যায় যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত হিতকর। সরেজমিনে উপজেলার বিভিন্ন হাটবাজারে দেখা যায়, হোটেলে রুটি তৈরির টেবিল থেকে শুরু করে রুটি ভাজার বড় কড়াই বা তাওয়া, রুটি তৈরির টেবিল সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় ফেলে রাখা হয় হোটেলের সম্মুখে। হোটেলের কর্মচারীরা হোটেল বন্ধ করে চলে যাওয়ার পর এসব আসবাবপত্র থাকে রাস্তার কুকুর-বিড়ালের দখলে, ফলে এসব খাদ্য প্রস্তুতকরণ সরঞ্জামে থাকে বিভিন্ন রোগজীবাণু। প্রত্যক্ষদর্শী ও পার্শ্ববর্তী ব্যবসায়ীদের সঙ্গে আলাপকালে জানান, হোটেলের বাহিরে রাখা এসব আসবাবপত্রে রাতের বেলায় চলে কুকুর-বিড়ালের জিহ্বা দিয়ে চাটার প্রতিযোগিতা, এমনকি রাতে কুকুর এসব কাড়াইয়ে উঠে বসে থাকতেও দেখা যায়।