শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

'আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হতে পারে'

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
  ০৪ জুন ২০২৪, ০০:০০
'আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল হতে পারে'

বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী বলেছেন, 'উপজেলা পরিষদ নির্বাচনে যে ব্যক্তি আচরণবিধি লঙ্ঘন করবে এবং সুষ্ঠু নির্বাচনে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচনী আচারণবিধি লঙ্ঘন করলে যে কোনো সময় প্রার্থিতা বাতিল হতে পারে। এমনকি নির্বাচনের দিনও প্রার্থিতা বাতিল হতে পারে। তখন আর কিছুই করার থাকবে না।'

সোমবার বরিশালের বাবুগঞ্জ উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত বাবুগঞ্জ, উজিরপুর ও বানারীপাড়া উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে বরিশাল জেলার ৩টি উপজেলায় ৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার শওকত আলী প্রিজাইডিং অফিসারদের উদ্দেশে বলেন, কোনো প্রার্থীর ভালোবাসা গ্রহণ করবেন না। দ্বিতীয় ধাপের নির্বাচনে একজন প্রিজাইডিং অফিসার গ্রেপ্তার হয়েছিলেন। এখনো জেলহাজতে রয়েছেন। আপনারা নিজেদের পেশাদারিত্ব দেখাবেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান, বরিশাল মেট্রাপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, বরিশাল পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনসহ তিন উপজেলা নির্বাহী অফিসাররা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে