শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

গফরগাঁওয়ে আনারস প্রতীকের সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
  ০৪ জুন ২০২৪, ০০:০০
গফরগাঁওয়ে আনারস প্রতীকের সমর্থকদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ

আগামী ৫ জুন অনুষ্ঠিতব্য ময়মনসিংহের গফরগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী আবুল হোসেন দীপুর বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন বাদরের আনারসের সমর্থকের ব্যবসা প্রতিষ্ঠানে গুলি-হামলা-ভাঙচুর-লুটপাটের অভিযোগ উঠেছে। গত রোববার সন্ধ্যায় হামলার ঘটনায় উপজেলার গয়েশপুর বাজারের স্যানিটারি ব্যবসায়ী সজীব মন্ডলের দোকান, আফতাব উদ্দিনের মোটর পার্টসের দোকান, আপন সূত্রধরের ফার্নিচার দোকান, আনারসের নির্বাচনী প্রচারে ব্যবহৃত শাকিলের অটোরিকশা ও মাইক, আকরামের ফার্নিচাররের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে নিগুয়ারী ইউনিয়নের বিষারটেক বাজারের খোরশেদ শেখ, নুর হোসেন, নূরু মিয়া এবং টাংগাব ইউনিয়নের বারইহাটি বাজারে রুহুল আমিনের ডেকোরেটরের দোকান, আপেলের লাইব্রেরি ও ব্যাটারি ব্যবসা প্রতিষ্ঠানে পৃথক হামলা এবং লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় নিগুয়ারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম মৃধা ও গয়েশপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেলিমসহ ক্ষতিগ্রস্ত ও স্থানীয় ব্যবসায়ীরা লুটপাট এবং ভাঙচুরের বিষয়ে পাগলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

উপজেলার নিগুয়ারী ইউনিয়ন চেয়ারম্যান তাজুল ইসলাম মৃধা বলেন, 'রোববার সন্ধ্যায় ঘোড়া প্রতীকের মিছিল থেকে প্রার্থী আবুল হোসেন দীপুর ভাই জাহাঙ্গীরসহ হারুন, সজীব, মিজান, বুলবুল খাঁ, হিরন, লিটন ও সোহেল মাজহার মাসুমের নেতৃত্বে ৩০-৪০ জন মোটর সাইকেলে এবং একটি মাইক্রোবাসে করে ৬০ থেকে ৭০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে নিগুয়ারী ইউনয়নের বিষারট্রেক বাজারের স্থানীয় আওয়ামী লীগ নেতা আনারস প্রতীকের সমর্থক রুহুল আমিন ও আপেলসহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট করেন। এক পর্যায়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন।' গয়েশপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেলিম বলেন, 'হামলা ও ভাঙচুরের ঘটনায় ব্যবসায়ীদের পক্ষে পাগলা থানায় অভিযোগ দায়ের করেছি।'

পাগলা থানার ওসি খায়রুল বাশার বলেন, রোববার রাতেই সংশ্লিষ্ট এলাকায় গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীনের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এসব ঘটনা তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে