বাজিতপুরে জমজমাট পশুরহাট, দেশি গরুর চাহিদা বেশি

প্রকাশ | ০৪ জুন ২০২৪, ০০:০০

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর গরুর বাজারটি বহু পুরনো। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে জমে উঠেছে এ বাজার। গত শনিবার সরারচর গরুর বাজারে ঘুরে দেখা যায়, ক্রেতাদের মধ্যে দেশি গরুর চাহিদা অনেক। সে তুলনায় দামও অনেক বেশি। প্রতিটি ছোট গরুর মূল্য ৮০ হাজার থেকে ১ লাখ টাকা, মাঝারি গরুর মূল্য ১ লাখ টাকা থেকে দেড় লাখ টাকা, বড় গরুর দাম ২ লাখ থেকে শুরু করে ৫-৬ লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এদিকে নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর গরুর বাজারও জমে উঠেছে। এ বছর গরুর বাজারে ইজারা মূল্য হয়েছে ৪১ লাখ টাকার ওপর। এ বাজারে ছোট গরু ৭০ হাজার থেকে ৯০ হাজার টাকা, মাঝারি গরু ১ লাখ টাকা থেকে দেড় লাখ টাকায় বিক্রি হচ্ছে। বড় গরুর দাম ২ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত। এ ছাড়া ছাগল, মহিষ ও ভেড়া এ হাটে বিক্রি হচ্ছে। সাজনপুর গরু বাজারের ইজারাদার আলম মিয়া বলেন, এবার ইজারার মূল্য বেশি। লাভের মুখ দেখা খুব কঠিন হবে।