শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

নরসিংদী সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
  ০৪ জুন ২০২৪, ০০:০০
নরসিংদী সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেনকে শপথবাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম -যাযাদি

শপথ গ্রহণ করলেন নরসিংদী সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। সোমবার সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। এছাড়াও এ সময় নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মো. ওয়ালিউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান বেগমকেও শপথ বাক্য পাঠ করানো হয়। চেয়ারম্যান আনোয়ার হোসেন শপথ গ্রহণ শেষে ফুলেল শুভেচ্ছা জানান ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামকে। পরে নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্পণ করেন। এ সময় ছিলেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান ইশরাক হোসেন মনির ভূইয়া, মাধবদী শহর আওয়ামী লীগের সহসভাপতি মো. মনিরুজ্জামান ভূঁইয়া, নরসিংদী চেম্বার অব কমার্সের পরিচালক মো. মোতালিব হোসেন, আমদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজিমউদ্দিন ভূঁইয়া রিপন, চরদিঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহীন, মাধবদী পৌরসভার কাউন্সিলর মো. মনিরুজ্জামান মনির শাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে