দুই জেলায় আরও ২ অপমৃতু্য

বোয়ালখালীতে তুচ্ছ ঘটনায় মারামারিতে দশম শ্রেণির শিক্ষার্থী নিহত

প্রকাশ | ০৪ জুন ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
চট্টগ্রামের বোয়ালখালীতে তুচ্ছ ঘটনায় মারামারিতে দশম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে। এ ছাড়া চাঁদপুরের ফরিদগঞ্জে মাছ শিকারের সময় যুবকের রহস্যজনক মৃতু্য ও নীলফামারীর ডোমারে গাছ থেকে পড়ে গিয়ে এক শ্রমিকের মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে মো. আরিফ (১৫) নামে এক দশম শ্রেণির শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় সাকিব নামে একজনকে আটক করেছে পুলিশ। গত রোববার বিকালে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বেঙ্গুরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরিফ উপজেলার সারোয়াতলী ইউনিয়নের জাকির হোসেনের ছেলে। সে শাকপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। নিহতের পিতা জাকির হোসেন বলেন, বিকালে স্কুল ছুটির পর আরিফ বাড়ির পাশে খেলতে গিয়েছিল। সেখানে খেলার সময় প্রতিবেশী সাকিবুল ইসলামের সঙ্গে ঝগড়া হয়। এ নিয়ে সাকিবসহ কয়েকজনে মিলে আরিফকে মেরে রাস্তার পাশে ফেলে রাখে। স্থানীয় ইউপি সদস্য আব্বাস উদ্দিন বলেন, 'খেলার সময় দুই বন্ধু সাকিব ও আরিফের মধ্যে ঝগড়া হয়েছিল। এ নিয়ে সাকিব, তার ভাই ও মা মিলে আরিফকে মেরেছে বলে জানতে পেরেছি। এতে আরিফ নামে ছেলেটা মারা গেছে। এ ঘটনায় পুলিশ সাকিবকে আটক করেছে। সাকিব সারোয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেন সওদাগর বাড়ির মো. রফিকের ছেলে।' বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, চাঁদপুরের ফরিদগঞ্জে ডাকাতিয়া নদীতে মাছ শিকার করার সময় শাহাদাত হোসেন বেপারী (৩৫) নামে এক যুবকের রহস্যজনক মৃতু্য হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই যুবকের আরেক ভাই তাজুল ইসলাম বেপারী। উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের কামতা সুইচগেট এলাকায় ডাকাতিয়া নদীতে গত রোববার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার দুইজনই পাশের গ্রামের মৃত শহিদ উল্যা বেপারীর ছেলে। খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। স্থানীয়দের বরাত দিয়ে সুবিদপুর পূর্ব ইউনিয়ন চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, 'প্রতিদিনের ন্যায় শাহাদাত হোসেন বেপারী ও তার ভাই তাজুল ইসলাম রাতে মাছ শিকার করতে ডাকাতিয়া নদীতে যান। মাছ ধরতে শাহাদাত পানিতে নামেন। এ সময় শাহাদাত পানির নিচে তলিয়ে যেতে থাকেন। ভাইকে উদ্ধার করতে তাজুলও পানিতে নামেন। তিনিও পানির নিচে তলিয়ে যেতে থাকেন। পরে তাদের ডাক-চিৎকারে নদীতে থাকা অন্য মাছ শিকারিরা এসে শাহাদাতকে মৃত অবস্থায় ও তাজুলকে আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক মো. মহিউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলছে, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ডোমার (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর ডোমারে গাছ থেকে পড়ে গিয়ে মানিক ঋষি (৩৫) নামে এক শ্রমিকের মৃতু্য হয়েছে। মানিক বোড়াগাড়ী বাজার এলাকার ঋষিপাড়া গ্রামের যোগেষ ঋষির ছেলে। সোমবার সকালে ৪ জন শ্রমিক পার্শ্ববর্তী গ্রামের জনৈক জাহাঙ্গীর আলমের গাছ কাটতে যান। এ সময় অসাবধানতাবশত গাছ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন মানিক। তাকে মুমূর্ষু অবস্থায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।