ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

কালিয়াকৈরে রেমালে লন্ডভন্ড ভূমি অফিস

প্রকাশ | ০৪ জুন ২০২৪, ০০:০০

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে রেমালের আঘাতে গাছ উপড়ে পড়ে লন্ডভন্ড হয়ে যাওয়া ইউনিয়ন ভূমি অফিস -যাযাদি
ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে গাজীপুরের কালিয়াকৈরে লন্ডভন্ড হয়েছে ফতেপুর ইউনিয়ন ভূমি অফিসের চাপাইর শাখা ভূমি অফিস। অল্পের জন্য রক্ষা পেয়েছেন ওই অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ সেবাপ্রার্থীরা। কর্তৃপক্ষ অফিসটির মেরামতের উদ্যোগ না নেওয়ায় ৫-৬ দিন ধরে ক্ষতিগ্রস্ত ওই অফিসে ভূমি সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে ভূমি সেবা থেকে বঞ্চিত হয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন ওই অফিসে আসা প্রায় অর্ধশত গ্রামের মানুষ। তবে ভোগান্তি কমাতে ওই ক্ষতিগ্রস্ত অফিসটি অতি দ্রম্নত মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসী, ভুক্তভোগী লোকজন ও ভূমি অফিস সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার চাপাইর ও বোয়ালী ইউনিয়নবাসীর জন্য একটি ইউনিয়ন ভূমি অফিস রয়েছে। এটা উপজেলার চাবাগান তালগাছিয়া চালা এলাকায় ফতেপুর ইউনিয়ন ভূমি অফিস। পরবর্তীতে দুর্ভোগ কমাতে উপজেলার চাপাইর এলাকায় ওই অফিসের একটি শাখা অফিস করা হয়। কিন্তু গত ২৭ মে ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে বড় একটি গাছ ভেঙে ওই অফিসের ওপর পড়ে। এতে অফিসটি দুমড়ে মুচড়ে যায়। ঝড়ের আগ মুহূর্তে অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সরকারি কাজে এক তদন্তে যাওয়ায় তারাসহ সেবাপ্রার্থীরা অল্পের জন্য রক্ষা পান। কিন্তু ঝড়ে অফিস ও ভেতরে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল লন্ডভন্ড হয়ে যায়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত অফিসটি পরিদর্শন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। কিন্তু এখনো মেরামতের কোনো উদ্যোগ না নেওয়ায় গত ৫-৬ দিন ধরে লন্ডভন্ড ক্ষতিগ্রস্ত ওই অফিসে ভূমি সেবা বন্ধ রয়েছে। ফলে ওই অফিসে ভূমি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। আবার কেউ কেউ ১০-১৫ কিলোমিটার ঘুরে ফতেপুর ইউনিয়ন ভূমি (প্রধান অফিস) অফিসে গিয়ে সেবা নিচ্ছেন। ক্ষতিগ্রস্ত ওই অফিসের কার্যক্রম বন্ধ থাকায় ভূমি সেবা থেকে বঞ্চিত হয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন চাপাইর, সীমারপাড়, কুতুবদিয়া, নামাশুলাই, মেদীআশুলিয়া, আষারিয়াবাড়ি, বড়ইবাড়ি, কোটামণি, মজুদপাড়া, কাঞ্চনপুর, মিনারবহ, রশিদপুর, বড় গোবিন্দপুর, সাতখুড়া, কোটবাড়ি, জৈনারবাজার, ধুলিগরা, সাদুলস্নাপুর, পাঠাতা, পাইকপাড়াসহ প্রায় অর্ধশত গ্রামের মানুষ। ভোগান্তি কমাতে ওই ক্ষতিগ্রস্ত অফিসটি দ্রম্নত মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সেবাবঞ্চিত মেছের মৃধা বলেন, 'আমার জমির খারিজ করার জন্য কাগজপত্র জমা দিয়েছি। ওই খারিজটার খোঁজখবর নিতে এসে দেখি অফিসটি ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে। এখানে অফিসের লোকজনও নেই, তাই চলে যাচ্ছি।' রাশেম মিয়া নামে অপর ভুক্তভোগী বলেন, এ অফিসে আমাদের জমির পর্চা উঠাতে এসেছিলাম। কিন্তু অফিস দেখি ভেঙে পড়ে আছে।' এ সময় উপস্থিত লোকজন অতি দ্রম্নত ক্ষতিগ্রস্ত অফিসটি মেরামত করে এখানে ভূমি সেবা কার্যক্রম আবার চালু করার দাবি জানান। এ ব্যাপারে ফতেপুর ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত ভূমি উন্নয়ন কর্মকর্তা তাহমিনা ইয়াসমিন জানান, দু'টি অফিসের সুবাদে সপ্তাহে দু'দিন ওই অফিসে কাজ করতাম। কিন্তু ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে গাছ পড়ে অফিস ধসে পড়েছে। অফিসটি লন্ডভন্ড হওয়ায় আপাতত সেখানে কার্যক্রম বন্ধ রয়েছে। মেরামত হলে পুনরায় কার্যক্রম শুরু হবে। তবে এখন ওই অফিসের সেবা প্রার্থীদের পূর্বের অফিস ফতেপুর ইউনিয়ন ভূমি অফিসে সেবা দেওয়া হবে। এ বিষয়ে মাইকিং করেও জানিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস জানান, ওই ক্ষতিগ্রস্ত ভূমি অফিসটি পরিদর্শন শেষে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যে কোনো সময় অফিস মেরামতের কাজ শুরু হবে।