সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৩ জুন ২০২৪, ০০:০০

প্রতিনিধি
নিষিদ্ধ জাল জব্দ \হচাঁদপুর প্রতিনিধি চাঁদপুরের হাইমচর মেঘনা নদীতে নিষিদ্ধ ১০ হাজার মিটার কারেন্টজাল, ৪৪ হাজার মিটার চরঘেরা জাল ও ৩২টি চায়না দোয়াইর চাঁই জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। রোববার সকালে এসব তথ্য নিশ্চিত করেন হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদ। জব্দকৃত জাল ও চাঁই হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা নাজনীন তৃষার অনুমতিক্রমে কোস্টগার্ড আউটপোস্টে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। সনদ প্রদান ম বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি সিরাজগঞ্জের বেলকুচিতে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স শেষে সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলকুচি পৌর এলাকার সোহাগপুর সরকারি শ্যামকিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের পরিচালনায় কোর্স শেষে প্রশিক্ষণার্থীদের মাধ্যে সনদ প্রদান করা হয়। এ সময় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার, বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, সোহাগপুর সরকারি শ্যামকিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুর রেজা, আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী মাসুদ, সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম। ধান সংগ্রহের উদ্বোধন ম সাপাহার (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর সাপাহারে প্রকৃত কৃষকদের কাছ থেকে অভ্যন্তরীণ ধান সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে সাপাহার খাদ্য গুদামে চলতি মৌসুমে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ শাহাজান হোসেন মন্ডল। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রওশানুল আলম মানিক, খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম ইকবাল, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ বিষয়ক কর্মকর্তা আতাউর রহমান সেলিম প্রমুখ। তিরোধান উৎসব ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের গৌরীপুরে লোকনাথ ব্রহ্মচারীর ১৩৪তম তিরোধান উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার কালিখলা মন্দির ও বাবা লোকনাথ কমিটির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পূজা অর্চনা করেন পুরোহিত শংকর চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রদীপ কুমার ঘোষ। সঞ্চালনা করেন কালিখলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু। বক্তব্য রাখেন কালিখলা বাজার রক্ষাকারী মন্দির কমিটির সভাপতি অজিত মোদক, বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল বসাক, বরুণ ঘোষ, বিপুল ঘোষ, বাপ্পী সিং, ভজন শীল, সোমা হালদার প্রমুখ। ত্রাণসামগ্রী বিতরণ ম হিজলা (বরিশাল) প্রতিনিধি বরিশালের হিজলা উপজেলায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য ড. শাম্মী আহমেদ রোববার বন্যাকবলিত এলাকা পরিদর্শন করতে এসে কয়েক হাজার পরিবারের মধ্যে নিজ উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করেন। এ সময় তিনি বরজালিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামের মেঘনা নদীর পাড়ে এক জনসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় সেখানে ছিলেন হিজলা উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলতাব হোসেন দিপু। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম মিলন, সহ-সভাপতি পন্ডিত শাহাবুদ্দিন আহমেদ, আব্দুল লতিফ খান। মতবিনিময় সভা ম চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার চুনারুঘাট উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থী, মুক্তিযোদ্ধা, সরকারি কর্মচারী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন সভায় প্রধান অতিথি হবিগঞ্জের জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জের পুলিশ সুপার মো. আক্তার হোসেন বিপিএম সেবা। চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তারের সভাপতিত্বে এবং পিআইও পস্নাবন পালের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক প্রিয়াংকা পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা, সহকারী কমিশনার ভূমি মাহবুব আলম মাহবুব, জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান, থানার অফিসার ইনচার্জ হিলেস্নাল রায়। বাজেট ঘোষণা ম রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি সিরাজগঞ্জের রায়গঞ্জে ধামাইনগর ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ধামাইনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এলাকার মান্যগণ্য ব্যক্তিদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মো. রাজিন পলাশ। এর আগে বাজেট উপলক্ষে ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান সুমনের সভাপতিত্বে এতে ছিলেন সব ইউপি সদস্য ও সদস্যা, গ্রাম পুলিশে কর্মরত সব কর্মী, গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিসহ এলাকার সুধীজন। জয়ন্তী উদযাপিত ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের লেকচার থিয়েটার কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ জেড এম আরিফ হোসেন। ব্রাহ্মণবাড়িয়া ভাষা ও সাহিত্য অনুশীলন কেন্দ্রের এস আর উসমান গনি সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর বিভূতিভূষণ দেবনাথ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ হামজা মাহমুদ, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন ও ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু। মতবিনিময় সভা ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর পোরশায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনপ্রতিনিধি ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার নিতপুর পুরাতন বাজারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মুনছেদ আলী। প্রধান অতিথির বক্তব্য রাখেন ১৬ বিজিবি'র উপ-অধিনায়ক মেজর রবিউল ইসলাম। এসময় ছিলেন নিতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হকসহ ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা। বিভিন্ন সামগ্রী বিতরণ ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার তিতাসের বলরামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে সুবিধাভোগীদের মধ্যে গাছের চারা, স্প্রে মেশিন, সেলাই মেশিন ও আগুন নেভানোর ফায়ার স্ট্রেনজার বিতরণ করা হয়। চলতি অর্থবছরের উপজেলা রাজস্ব উদ্বৃত তহবিলের আওতায় রোববার কালাইগোবিন্দপুরস্থ বলরামপুর ইউনিয়ন পরিষদের মাঠে বলরামপুর ইউপি চেয়ারম্যান মো. নূরনবীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. ফরিদা ইয়াসমিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুস সালাম। বর্ধিত সভা ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি \হমাইজভান্ডারির তরিকা ও আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারি চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির ব্যবস্থাপনায় চট্টগ্রাম (ক) জোনের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলে এতে প্রধান মেহমান ছিলেন- আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি শাহজাদা সৈয়দ হোসেইন রাইফ নুরুল ইসলাম (রুবাব) এবং ছোট শাহজাদা, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক, ডা. সৈয়দ হোসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারি (ম.)। চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির সভাপতি মো. মইনুল হোসেন সাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আনোয়ার হোসেনের সঞ্চালনায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। টিসিবির পণ্য বিতরণ ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি রাঙামাটির রাজস্থলীতে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে ১ হাজার ৭৬৩ জন টিসিবি কার্ডধারী পরিবারের মধ্যে টিসিবির পণ্য তুলে দেওয়া হয়েছে। রোববার রাজস্থলী উপজেলাধীন ১নং ঘিলাছড়ি ইউনিয়নের হেডম্যানপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সময় ঘিলাছড়ি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা বিআরডিবি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা টিটু চৌধুরী ও ১নং ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি ৭নং ওয়ার্ডের সদস্য জয়নুল তালুকদার উপস্থিত থেকে কার্ডধারীদের হাতে টিসিবির পণ্য তুলে দেন। ধান সংগ্রহ ম কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি দেশের বিভিন্ন স্থানের মতো কচুয়া উপজেলায় সরকারিভাবে ধান সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার কর্মসূচির উদ্বোধন করেন কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. মেহেদী হাসান বাবু। এ সময় ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী, কচুয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নাসির উদ্দীন, কচুয়া উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুমার কুন্ডু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কচুয়া শাখার সাধারণ সম্পাদক সূর্য্য চক্রবর্তী, সাংবাদিক মো. রাকিবুল হাসান প্রমুখ। সভা অনুষ্ঠিত ম সালথা (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নে জন্ম-মৃতু্য টাস্কফোর্স ও ইউনিয়ন আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী। এ সময় আরও ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল মোমিন, সালথা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোহাম্মদ আব্দুলস্নাহ আল মামুন প্রমুখ।. অবহিতকরণ সেমিনার ম স্টাফ রিপোর্টার, ভোলা ভোলায় প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি) প্রকল্পের সফলতা নিয়ে সাংবাদিকদের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার ভোলার পিসিসির অফিসের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় ছিলেন ওই প্রকল্পের মনিটরিং অফিসার আব্দুলস্নাহ আল ওয়াসি, টেকনিক্যাল অফিসার লাইভ লিহুড আবু নাঈম খান, প্রজেক্ট অফিসার ফিজিওথেরাপি স্নিগ্ধা মিত্র। মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি হাসিব রহমান, প্রথম আলোর নেয়ামত উলস্নাহ, বাসসের স্টাফ রিপোর্টার হাসনাইন আহমেদ মুন্না, যমুনা টেলিভিশনের প্রতিনিধি জুয়েল সাহা বিকাশ, বিটিভির প্রতিনিধি মো. তৈয়বুর রহমান, যায়যায়দিনের স্টাফ রিপোর্টার নুরে আলম ফয়জুলস্নাহ, মোহনা টিভির প্রতিনিধি জসিম রানা প্রমুখ। বিনামূল্যে চিকিৎসাসেবা ম নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি নানিয়ারচর জোনের (১০ বীর) সার্বিক তত্ত্বাবধানে 'সম্প্রীতি ও উন্নয়ন' প্রকল্পের আওতায় অত্র জোনের আওতাধীন পাতাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। রোববার নানিয়ারচর জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাসানুন নাঈম জনসাধারণকে বিভিন্ন ধরনের রোগের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং ওষুধ বিতরণ করেন। এ সময় নানিয়ারচর জোনের অধিনায়ক বিএ-৭৫৯৭ লে. কর্নেল তামজিদুর রহমান চৌধুরী (পিএসসি) ছিলেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। বৃত্তি প্রদান ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার দুর্গাপুরে ২৮ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মধ্যে ৩ লাখ ৭৬ হাজার টাকা শিক্ষাবৃত্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)। রোববার কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে ডিএসকের সহকারী পরিচালক শামছুল আলম খানের সভাপতিত্বে আঞ্চলিক ব্যবস্থাপক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিএসকের নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ। বিশেষ অতিথি ছিলেন সিপিবি দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি আলকাছ উদ্দিন মীর, ডিএসকের যুগ্ম পরিচালক সুমন হাওলাদার, সাংবাদিক ধ্রম্নব সরকার প্রমুখ। বিদায় সংবর্ধনা ম শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি চাঁদপুরের শাহরাস্তির খেড়িহর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিক আহমেদ ভূঁইয়ার অবসরজনিত বিদায় সংবর্ধনা, এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক ও কর্মচারীদের যৌথ আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ টিপুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী মুহাম্মদ শামসুল হক ভূঁইয়া। বিদ্যালয়ের শিক্ষক ইমাম হোসেনের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন হুমায়ুন কবির বাবর, জাহিদুল ইসলাম দিপু, আমির হোসেন খোকন, মতিউর রহমান, জাহাঙ্গীর মোহাম্মদ আদেল প্রমুখ। দোয়া মাহফিল ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মাধবদী কুঁড়েরপাড় মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুল হাসানের অকাল মৃতু্যতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার কুঁড়েরপাড় রমিজ উদ্দিন প্রধান উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের মাঠে সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। এ সময় আরও ছিলেন নরসিংদী সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ব্রাদার্স ডাইংয়ের পরিচালক মো. আয়েব আলী, মো. ইব্রাহিম, কুঁড়েরপাড় রমিজ উদ্দিন প্রধান উচ্চ বিদ্যালয়ের জমিদাতা মো. হুমায়ুন কবির। নির্মাণকাজ উদ্বোধন ম শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি শেরপুরের শ্রীবরদী পৌরসভায় রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম। রোববার দুপুরে শ্রীবরদী পৌরসভার বাস্তবায়নে এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় রাস্তার নির্মাণকাজ উদ্বোধন করেন। এ সময় ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুয়েল আকন্দ, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম, পৌরসভার প্রকৌশলী ননী গোপাল সরকার। অবহিতকরণ কর্মশালা ম পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি রাজশাহী পুঠিয়ায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (সার্বক্ষণিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা নির্বাহী অফিসার সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার একেএম নূর হোসেন নির্ঝর। এ সময় ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক আ ন ম মোস্তফা কামাল, রাজশাহী বিভাগের পরিবার পরিকল্পনা পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, জেলা উপ-পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন, উপজেলা চেয়ারম্যন জিএম হিরা বাচ্চু।