দিনাজপুরে সরকারের স্বাস্থ্যসেবার সাফল্যজনক বিলবোর্ড স্থাপন

প্রকাশ | ০৩ জুন ২০২৪, ০০:০০

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় সম্মুখ চত্বরে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ ও সুফল সংক্রান্ত এবং গণসচেতনতা বৃদ্ধিকল্পে বিলবোর্ড স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার আজমির ইন্টারন্যাশনালের সিইও আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় আজমির ইন্টারন্যাশনাল নামক কনসালটিং ফার্মের সহযোগিতায় দিনাজপুর জেলায় ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে গণসচেতনতামূলক ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়ন এবং ৩ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে। এছাড়া জনসচেতনতা ও সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে সরকারের গৃহীত পদক্ষেপ সংক্রান্ত বিলবোর্ড দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় সম্মুখ চত্বরে স্থাপন করা হয়েছে। সেখানে শত শত স্বাস্থ্যসেবা প্রাপ্তি নারী-পুরুষ সরকারের সাফল্যজনক স্বাস্থ্যসেবা প্রসঙ্গে জানতে পারছে। বিলবোর্ড স্থাপনের সময় দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামসহ স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যকর্মীসহ আজমির ইন্টারন্যাশনাল দপ্তরের ভ্রাম্যমাণ গাড়ির কর্মীরা উপস্থিত ছিলেন।