শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রাবিতে কর্মশালা

রাজশাহী অফিস
  ০৩ জুন ২০২৪, ০০:০০
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রাবিতে কর্মশালা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩-২৪ বাস্তবায়নে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (বিমক) সদস্য অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন।

বিশেষ অতিথি ছিলেন রাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামাণিক ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. ফেরদৌস জামান। উপ-উপাচার্য (প্রশাসন) ও ইনোভেশন কমিটির সভাপতি অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম কর্মশালায় সভাপতিত্ব করেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. তারিকুল হাসান কর্মশালাটি সঞ্চালনা করেন।

'স্মার্ট বাংলাদেশ গঠনে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্ম-পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজনীয়তা', 'ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩-২৪ বাস্তবায়ন ও মূল্যায়ন নির্দেশিকা' ও 'ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন, কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বিমক উপ-পরিচালক ও ইনোভেশন ফোকাল পয়েন্ট দীজেন্দ্র চন্দ্র দাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে