কালীগঞ্জ-ঘোড়াশাল-নরসিংদী আঞ্চলিক সড়কের মোড় এখন মরণফাঁদ!

প্রকাশ | ০৩ জুন ২০২৪, ০০:০০

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জ এবং নরসিংদীর পলাশ এ দুই উপজেলার মধ্যে শীতলক্ষ্যা নদীর ওপর তৈরি হয় শহীদ মায়েজউদ্দিন সেতু। এই সেতু দিয়ে দেশের বেশ কয়েকটি জেলার সঙ্গে আভ্যন্তরীণ যোগাযোগের জন্য নির্মিত হয় কালীগঞ্জ-ঘোড়াশাল-নরসিংদী আঞ্চলিক সড়ক। সরকারের এই দৃশ্যমান দুই উন্নয়নের ফলে মানুষের যোগাযোগ ব্যবস্থার খুবই সহজ হয়ে উঠেছে। সহজ হয়েছে ঢাকার সঙ্গে বিভিন্ন জেলার মালামাল আমদানি-রপ্তানির ব্যবস্থাও। তবে সড়ক ও সেতু নির্মাণের পর থেকে পালস্না দিয়ে বেড়েছে সড়ক দুর্ঘটনাও। বিশেষ করে এ সড়কের বাইপাস মোড়ের ভাদার্ত্তী এলাকা এখন মরণফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়দের দাবি এই মোড়ে একটি গোল চত্বর তৈরি এবং মোড়ে থাকা পুলিশ চেক পোস্টটি অন্যত্র সরিয়ে নেওয়ার। স্থানীয় প্রশাসন বলছে শিগগিরই হবে চত্বর, সরবে পুলিশ চেক পোস্ট। জানা গেছে, ২০০১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ ময়েজউদ্দিন সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন। ২০০৬ সালে কালীগঞ্জ-ঘোড়াশাল নরসিংদী আঞ্চলিক সড়কের উদ্বোধন করেন তৎকালীন খালেদা জিয়ার সরকার। সেতু এবং সড়কটি নির্মাণের সঙ্গে এই সড়কে যেমন ব্যস্ততা বেড়েছে, তেমনি পালস্না দিয়ে বেড়েছে সড়ক দুর্ঘটনাও। সূত্র আরও জানায়, আঞ্চলিক সড়কটি নির্মাণের পর থেতে এই সড়ক দিয়ে নরসিংদী, ভৈরব, কিশোরগঞ্জ, সিলেট এবং চট্টগ্রামগামী যাত্রী ও মালবাহী যানবাহনের চলাচল বেড়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে উপজেলার ভাদার্ত্তী এলাকার তিন রাস্তার মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। অনেক সময় চেকপোস্টের ভয়ে তাড়াহুড়া করে তিন রাস্তার মোড় অতিক্রম করতে গিয়ে হরহামেশাই ঘটছে সড়ক দুর্ঘটনা। এতে নিহতের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে আহতের সংখ্যাও। অনেকেই আবার বরণ করছেন পঙ্গুত্ব। সম্প্রতি ওই বাইপাস সড়কের মোড় ভাদার্ত্তী এলাকায় পরপর বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা স্থানীয়দের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সড়ক ও সেতু, কিংবা পুলিশের চেকপোস্ট সবকিছুই স্থানীয় সাধারণের জন্য সরকারের উন্নয়ন। এই উন্নয়ন যেন মানুষ মরার ফাঁদে পরিণত না হয় এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। গাজীপুরের টিআই (অ্যাডমিন) মো. শাহাবউদ্দিন জানান, 'বিষয়টি নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করব এবং যারা চেকপোস্টের দায়িত্বে তাদের বলে দেব, যেন তারা এক স্থানে না বসে কালীগঞ্জের বিভিন্ন স্থানে চেকপোস্টে বসেন। তবে যারা ক্রিমিনাল এবং গাড়ির বা চালকের কাগজপত্র সঠিক না থাকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।' কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম ইমাম রাজী টুলু বলেন, স্থানীয় সংসদ সদস্য ও রোডস অ্যান্ড হাইওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রম্নত একটি গোল চত্বর তৈরির উদ্যোগ নেওয়া হবে।