'খুলনা অঞ্চলে ভরাটকৃত ৬১৫টি খালের পুনর্খনন প্রয়োজন'

প্রকাশ | ০৩ জুন ২০২৪, ০০:০০

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ বলেছেন, 'সার্ভে করে দেখা গেছে, খুলনা অঞ্চলে ৬১৫টি খাল ভরাট হয়ে পড়েছে। যার ভরাটকৃত এক হাজার ৪৪২ কিলোমিটার পুনর্খনন করা প্রয়োজন। যতদিন খালগুলো পুনর্খনন করা না হচ্ছে, ততদিন ছোট ছোট প্রজেক্টের মাধ্যমে যেমন মিনিপুকুর কাটা, পলিমাচ ব্যবহারসহ বিভিন্ন কৌশলে আমরা কৃষিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি।' গত রোববার সকালে খুলনার ডুমুরিয়ায় তিস দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা ক্যাম্পাসের্ যালি প্রদক্ষিণ শেষে স্বাধীনতা চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কৃষিবিদ মোহন কুমার ঘোষ আরও বলেন, 'কৃষিতে ডুমুরিয়া অঞ্চল দীর্ঘদিন একটা বড় ধরনের গুরুত্ব বহন করে আসছে। এটাকে আরও প্রসারিত করতে হবে। বিশেষ করে ডুমুরিয়ার দক্ষিণাঞ্চলে লবণাক্ততা রয়েছে। এক সময় রোপা ধান ও কিছু অংশে তিলের চাষাবাদ হতো। এখন তিলের চাষও প্রায় উঠে গেছে। কিন্তু এটা বন্ধ করা যাবে না। তিল চাষে আবার ফিরতে হবে। প্রয়োজনে বেড পস্নান্টারের মাধ্যমে চাষাবাদ করতে হবে। তাহলে বৃষ্টিতে ক্ষতি হবে না। আমরা বেডে ফসল চাষাবাদ করতে কৃষকদের সহযোগিতা করতে চাই। এ ছাড়া যে বিলে ইলেক্ট্রিসিটি নেই, সেখানে সৌরশক্তির মাধ্যমে সেচব্যবস্থা করার উদ্যোগ নিয়েছি।' অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ইনসাদ ইবনে আমিন। আরও বক্তব্য রাখেন- উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, ডুমুরিয়া প্রেস ক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রমুখ। সভা পরিচালনা করেন ক্লাইমেট-স্মার্ট প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক।