তাহিরপুরে অবহেলায় নষ্ট হচ্ছে সরকারি 'রেসকিউ বোট'

প্রকাশ | ০৩ জুন ২০২৪, ০০:০০

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে ত্রাণ অফিসের রেসকিউ বোট 'টাঙ্গুয়া-১'। কখনো শুকনো নদীতে কিংবা কখনো পানিতে নিমজ্জিত থাকার কারণে ব্যবহার অনুপযোগী হচ্ছে রেসকিউ বোট। সেই সঙ্গে নষ্ট হচ্ছে সরকারের অর্ধকোটি টাকার সম্পদ। জানা যায়, দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হাওড় এবং উপকুলীয় জেলাগুলোর জন্য ৬০টি রেসকিউ বোট তৈরি করে। প্রথম বছর আটটি বোট বিভিন্ন জেলায় হস্তান্তর করা হয়। পরবর্র্তী বছর ২০২২ সালে আরও ৫২টি বোট বিভিন্ন জেলা উপজেলায় হস্তান্তর করা হয়। সে বছর সুনামগঞ্জ জেলায় দুটি বোট হস্তান্তর করে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। একটি তাহিরপুর ও অপরটি সুনামগঞ্জ সদরে। সে বছরই তাহিরপুরসহ পুরো সিলেট জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দেয়। বন্যার সময় এই রেসকিউ বোটটি বিভিন্ন কাজে লাগে। সরকারি-বেসরকারি ত্রাণ নিয়ে যাওয়া হয় বন্যার্ত ও বানভাসী মানুষের পাশে। ২২ সালে বন্যা কমে যাওয়ার পর বোটটি শাহ আরেফিন অটো রাইসমিলের সামনে বৌলাই নদীতে নোঙ্গর থাকে কিছুদিন। এ বছরই সেপ্টেম্বর মাসের শেষ দিকে বোটটি নোঙ্গর করা হয় তাহিরপুর থানা পুলিশ স্টেশনের সামনে। শীত মৌসুমে বৌলাই নদী শুকিয়ে গেলে রেসকিউ বোটটি দীর্ঘ ছয় মাসের মতো শুকনোতে পড়ে থাকে অরক্ষিতভাবে। সম্প্রতি অতি বৃষ্টিতে নদীতে ঢল এলে রেসকিউ বোটটি পানির নিচে পরে। সরেজমিন গিয়ে দেখা যায়, ৫৪ ফুট দীর্ঘ ও ১২.৫০ ফুট রেসকিউ বোটটির দীর্ঘ হুডটি ছিঁড়ে গেছে। ইঞ্জিনসহ মূল বডি অনেকটা পানির নিচে, শুকনো মাটিতে দীর্ঘদিন থাকার কারণে বিভিন্ন স্থানে মরিচা পড়েছে। নদীতে গোসল করতে এসে শিশু-কিশোররা ইচ্ছা মতো বোটটি ব্যবহার করছে। এ অবস্থায় আর কিছুদিন থাকলে বোটটি আর কোনো কাজেই আসবে না- এমনটাই ধারণা স্থানীয় প্রত্যক্ষদর্শীদের। তাহিরপুর বাজার ব্যাবসায়ী মধ্য তাহিরপুর গ্রামের সমীরণ রায় বলেন, 'বাড়ি থেকে বাজারে আসতে রোজ এই রেসকিউ বোটটির দিকে চোখ পড়ে। হেমন্তে দেখলাম শুকনো নদীতে আর এখন বর্ষায় পানির নিচে। তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী বলেন, তাহিরপুর হাওড় প্রধান এলাকা, বর্ষাকালে বন্যার জন্য সব সময় প্রস্তুতি নিয়ে রাখতে হয়। ২০২২ সালে বন্যার সময় সুনামগঞ্জ-১ রেসকিউ বোটটি অনেক কাজে লেগেছে বানভাসী মানুষদের উদ্ধার ও ত্রাণ সহায়তা পাঠাতে। তাহিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহিবুর রহমান বলেন, রেসকিউ বোটটি পানি থেকে উঠিয়ে দ্রম্নত রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হবে।