তালতলীতে আচরণবিধি লঙ্ঘনে প্রার্থীর ভাইকে জরিমান

প্রকাশ | ০৩ জুন ২০২৪, ০০:০০

তালতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার তালতলীতে উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করে মিছিল করার অপরাধে আনারস প্রতীকের প্রার্থীর ভাইকে ৫০ হাজার টাকা জরিমান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) অমিত দত্ত। এর আগে উপজেলা কচুপাত্রা বাজারে আনারস প্রতীকের সমর্থকরা মিছিল করেন। জানা যায়, উপজেলার কচুপাত্রা বাজারে আনারস প্রতীকের কর্মী-সমর্থকরা লোকজন জমায়েত করে সকাল ৯টার দিকে একটি মিছিল করেন। এতে চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুজ্জামান মিন্টুর প্রতীকের সমর্থকরা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেন। ঘটনাস্থলে কাউকে না পেলেও সন্ধ্যা রাতের দিকে উপজেলা ভূমি অফিসে প্রার্থীর ভাই তারেকউজ্জামান তারেককে ডেকে এনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অপরাধে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। পরে তাকে ও সমর্থকদের নির্বাচনী আচরণ বিধিমালা যথাযথভাবে প্রতিপালনের জন্য নির্দেশনা প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থীর ভাইকে ৫০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়েছে।