মাধবদীতে সাবেক ইউপি চেয়ারম্যান হত্যাকান্ডে ২২ জনের নামে মামলা

প্রকাশ | ০৩ জুন ২০২৪, ০০:০০

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মাধবদীতে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুল হাসান দুর্বৃত্তদের হামলায় নিহতের ঘটনায় ২২ জনের নাম উলেস্নখ করে ও আরও ১০/১২ জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার নিহত মাহবুবুল হাসানের ছোট ভাই হাফিজুল মাধবদী থানায় এই মামলা দায়ের করেছে বলে জানা যায়। তবে এখনো মামলায় উলিস্নখিত আসামিদের নাম প্রকাশ করেনি মাধবদী থানা পুলিশ। কিন্তু মাহবুবুল হাসানের মৃতু্যর পর থেকেই পরিবার ও রাজনৈতিক সতীর্থরা তার চিহ্নিত শত্রম্নদের দোষারোপ করে আসছে। তারমধ্যে উলেস্নখযোগ্য হলো মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার মো. আতাউর রহমান ও মেহেরপাড়া ইউনিয়ন যুবলীগ নেতা রাসেল মাহমুদসহ তাদের অনুসারীরা। মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান মামলার বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, মাধবদী থানায় ২২ জনের নাম উলেস্নখ করে মামলা হয়েছে। ইতোমধ্যে ৬জন আসামিকে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।