চারঘাটে তিন চেয়ারম্যান প্রার্থীর নানা প্রতিশ্রম্নতি

প্রকাশ | ০৩ জুন ২০২৪, ০০:০০

নজরুল ইসলাম বাচ্চু, চারঘাট (রাজশাহী)
চতুর্থধাপে ষষ্ঠ উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজশাহীর চারঘাট উপজেলা চেয়ারম্যান পদে ভোট যুদ্ধে নেমেছেন আওয়ামী লীগের ৩ প্রার্থী। উপজেলা নির্বাচনের আর দুইদিন বাকি রয়েছে। উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হলে উপজেলাবাসীর জন্য কি করবেন এমনটা ব্যক্ত করেছেন এসব প্রার্থী। প্রার্থী ও তাদের অনুসারীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত নানা প্রতিশ্রম্নতির ফুলঝুরি নিয়ে দ্বারে দ্বারে যাচ্ছেন। নিয়মিত বিভিন্ন সভা-সমাবেশ করছেন তারা। বিগত দিনের বিভিন্ন কর্মকান্ড বিবেচনা করেই সঠিক রায় দেবেন ভোটাররা। চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে নেমেছেন আওয়ামী লীগের ৩ প্রার্থী। এরা হলেন- বর্তমান চেয়ারম্যান ও চারঘাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম (আনারস), যুগ্ম সম্পাদক ও শ্রেষ্ঠ করদাতা কাজী মাহামুদুল হাসান মামুন (মোটর সাইকেল) এবং বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক ভিপি গোলাম কিবরিয়া বিল্পব (ঘোড়া)। চেয়ারম্যান প্রার্থী ফকরুল ইসলাম বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করা হয়। আমি দায়িত্ব গ্রহণের পর তা সঠিকভাবে পালনের চেষ্টা করেছি। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমি সংগঠনকে গতিশীল করা ও সব বাধা-বিপত্তি উপেক্ষা করে জননেত্রী শেখ হাসিনার আস্থা অর্জনে কাজ করে যাচ্ছি। আবারও বিপুল ভোটে নির্বাচিত বিজয়ী নিশ্চিত করব।' চেয়ারম্যান প্রার্থী কাজী মাহামুদুল হাসান মামুন বলেন, 'ডিজিটার বাংলাদেশ গড়ার লক্ষ্যে চারঘাট উপজেলাকে মডেল গড়ার জন্য কাজ করব। মাদক ও সন্ত্রাস নির্মূলে ভূমিকা রাখব। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সাবলম্বী করতে সহযোগিতা করা হবে।' খেলাধূলার জন্য মিনিস্টেডিয়ামসহ বিভিন্ন প্রতিশ্রম্নতি দেন তিনি। চেয়ারম্যান প্রার্থী গোলাম কিবরিয়া (বিল্পব) বলেন, 'বর্তমানে ভাইস চেয়ারম্যানে আমি দায়িত্ব পালন করেছি। নির্বাচিত হলে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করব। রাস্তাঘাট, কালর্ভাটসহ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। উপজেলার প্রতিটি ওয়ার্ডে সুপেয় পানি ব্যবস্থা নিশ্চিত হবে, মাদকমুক্ত উপজেলা গড়তে সব ব্যবস্থা গ্রহণ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ করা হবে। চারঘাট উপজেলা শহরে পরিণত করা হবে। নির্বাচিত হলে জনগণকে নিয়ে পরিকল্পনার মাধ্যমে এলাকার উন্নয়ন কর্মকান্ড কাজ করব।' উপজেলা চেয়ারম্যান পদে তিন প্রার্থীই আশাবাদ ব্যক্ত করেন যে আগামী নির্বাচনে বিপুলসংখ্যক ভোটে নির্বাচিত হবেন তারা। এদিকে পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ ১২ জন প্রার্থীর প্রচার-প্রচারনা, লিফলেট বিতরণ ও মাইকিং এবং গানে গানে ছন্দে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন।