দিনাজপুরের রবীন্দ্র নজরুল জয়ন্তী উদযাপন

প্রকাশ | ০৩ জুন ২০২৪, ০০:০০

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান 'নবরূপী' নিজস্ব কার্যালয় চত্বরে এ আয়োজন করে। উদযাপন উপ-কমিটির আহ্বায়ক মানস ভট্টাচার্যের সঞ্চালনায় ও নবরূপীর সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নবরূপীর সাধারণ সম্পাদক সিফাত-ই-জাহান শিউ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি নাজমুল হক, অর্থ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম। নবরূপীর সঙ্গীত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফরহাদ আহমেদ ও বিশিষ্ট কণ্ঠশিল্পী মোকসেদ আলীর পরিচালনায় সমবেত সঙ্গীত পরিবেশন করেন নেহারিকা, লুৎফর রহমান, হাবিবুল হক তুষার, সিনভিয়া, কেসি মুর্মু, শামীম রাজা, আকবর আলী, সীমান্ত মহন্ত ও ঝলক। একক সঙ্গীত পরিবেশন করেন ডা. শহিদুল ইসলাম খান, মোকসেদ আলী, কমল কুজুর, রাবিয়া বসরী ও কবিতা পাঠ করেন মনিহা রাইসা। এ সময় উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম, এমএ জব্বার, ড. মাসুদুল হক, শামীম সরকার, সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান নিউ, নির্বাহী সদস্য সৈয়দ শফিকুর রহমান পিন্টুসহ কমিটির সদস্যরা।