বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করবে সরকার -ইমরান আহমদ এমপি

প্রকাশ | ০৩ জুন ২০২৪, ০০:০০

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষকে খাদ্য সহায়তা বিতরণ করেন সাবেক মন্ত্রী ইমরান আহমদ এমপি -যাযাদি
প্রবাসী, কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, 'বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সরকার রয়েছে। প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পৌঁছে দিতে আমরা এসেছি। বন্যার পানি নামার পর বিভিন্ন সমস্যা ও পানিবাহিত রোগ দেখা দিতে পারে; এজন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। বর্তমান সরকার বানভাসিদের পাশে সব সময় রয়েছে।' রোববার সিলেটের গোয়াইনঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্থদের মধ্যে খাদ্য সহায়তা বিতরণকালে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, নবনির্বাচিত চেয়ারম্যান শাহ আলম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আসলাম, সিলেট জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার সফিকুল ইসলাম, গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা প্রমুখ।