শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

ঝিনাইদহে এমপি আনার হত্যাকারীদের ফাঁসি দাবি

ভিন্ন দাবিতে তিন জেলায় মানবনন্ধন
স্বদেশ ডেস্ক
  ০৩ জুন ২০২৪, ০০:০০
কুমিলস্নার নাঙ্গলকোটে অটোরিকশা চালক হত্যাকারীদের আইনের আওতায় এনে ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন -যাযাদি

ঝিনাইদহে আনোয়ারুল আজীম এমপি হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এদিক ঝালকাঠিতে ও কুমিলস্নার নাঙ্গলকোটে পৃথক হত্যাকান্ডে দোষীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। এছাড়াও মহানবীকে (সা.) কটূক্তি করার প্রতিবাদে মানিকগঞ্জের দৌলতপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহের আনোয়ারুল আজীম আনা এমপির হত্যাকান্ডের বিচার চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। রোববার কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রধান দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু।

কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওহিদুজ্জামান ওদু, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী, ভাইস চেয়ারম্যান শফিকুজ্জামান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহজনাজ পারভীন, ইউপি চেয়ারম্যান মহিবুল ইসলাম মন্টু প্রমুখ।

ঝালকাঠি প্রতিনিধি জানান, ঝালকাঠিতে অটোরিকশা চালক মাহফুজুর রহমানের (২৩) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। রোববার ঝালকাঠি কলেজ মোড় এলাকায় স্থানীয়রা এ মানববন্ধনের আয়োজন করে।

বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলর রেজাউল করিম জাকির, নিহত মাহফুজুর রহমানের নানী আলেয়া বেগম, স্থানীয় মাহফুজুর রহমান সালাম, আমিন হাওলাদার, গোলাম রাব্বানী।

বক্তারা বলেন, 'পারিবারিক বিরোধের জের ধরে হত্যার স্বীকার হয় অটোরিকশা চালক মাহফুজুর রহমান। এছাড়া তার বাবা আমির আলী হাওলাদার ও মা ফিরোজা বেগমকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এ হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রম্নত গ্রেপ্তারের দাবি জানান তারা।'

নাঙ্গলকোট (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের চাঁন্দগড়া গ্রামের অটোরিকশা চালক আবু হানিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার ওই ইউনিয়নের মিয়াবাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় মানববন্ধনে এলাকাবাসী হানিফ হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে সম্বলিত ব্যানার, পস্ন্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য ছালেহ আহম্মদ, হাজী আবুল কাশেম, চাঁন মিয়া সরকার, আব্দুর রশিদ, মহিন খান, শাহ আলম, কামাল হোসেন, আবদুল মোতালেব, আবদুর রশিদ, মো. বেলাল, নুরজাহান বেগম, শারমিন আক্তার প্রমুখ।

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি জানান, মহানবী (সা.) নিয়ে অসালিন ভাষায় কটূক্তি করায় মানিকগঞ্জের দৌলতপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা হাসপাতাল গেটের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।

মানববন্ধন শেষে প্রতিবাদে বিক্ষোভ মিছিলে উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার কয়েকশ' ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা উলামা পরিষদের সভাপতি মুফতি রেজাউল করিম, হাফেজ মাওলানা হযরত আলী, খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা সফিউলস্নাহ, রওজাতুল উলুম মহিলা মাদ্রাসার মুহতামিম মুফতি নাসির উদ্দিন, মুহতামিম, রওজাতুল উলূম মলিা মাদ্রাসা, হাজি দলিল উদ্দিন মাদ্রাসার মুহতামিম প্রমুখ।

বক্তারা রাফি রহমান আবির নামের এক ব্যক্তি ফেসবুক আইডিতে মহানবী (সা.)-কে নিয়ে অশালিন ভাষায় কটূক্তি করায় অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে