হত্যমামলার আসামিসহ তিন জেলায় গ্রেপ্তার ৩

প্রকাশ | ০৩ জুন ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
নাটোরের গুরুদাসপুরে চাঞ্চল্যকর মনোয়ার হত্যা মামলার মূলহোতাকে গ্রেপ্তার করেছে র?্যাব। এদিকে নোয়াখালীর সুবর্ণচরে শ্যালক হত্যার ঘটনায় ভগ্নিপতিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও সিলেটের কানাইঘাটে ভারতীয় মদসহ সিএনজি চালিত অটোরিকশা চালককে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- নাটোর প্রতিনিধি জানান, নাটোরের গুরুদাসপুর চাঞ্চল্যকর মনোয়ার হত্যা মামলার মূলহোতা হায়দার আলীকে (২৩) গ্রেপ্তার করেছে র?্যাব। রোববার ভোররাতে মেহেরপুর জেলার গাংনী উপজেলার উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হায়দার আলী (২৩) উপজেলার কুমারখালী গ্রামের মো. আশরাফ আলীর ছেলে। র?্যাব জানায়, গুরুদাসপুর উপজেলার কুমারখালী এলাকার আব্দুস সালামের সঙ্গে আসামি হায়দার আলীর জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। গত ২৩ মে বিকালে বাদীর ছেলে ও ভাগিনা রেজাউল করিম কুমারখালী এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় আসামিরা তাদের কাছে এসে গালি দেয়। এক পর্যায়ে আসামিরা ক্ষিপ্ত হয়ে হাতে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে এসে বাদীর ছেলে মনোয়ার হোসেন ও ভাগিনা রেজাউল করিমকে মারপিট করে। এতে ধারালো অস্ত্রের আঘাতে মনোয়ার গুরুতর রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা উদ্ধার করে তাদের গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করে। গুরুদাসপুর থানার কর্মকর্তা ওসি মো. উজ্জল হোসেন বলেন, আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালীর সুবর্ণচরে রিপন (৫৫) হত্যার ঘটনায় সন্দেহভাজন প্রধান আসামি ভগ্নিপতি জামাল উদ্দিন মাঝিকে গ্রেপ্তার করেছের্ যাব। শুক্রবার জেলার বেগমগঞ্জের চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জামাল উদ্দিন মাঝি (৪০) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরমাকছেমুল গ্রামের মোস্তফা সওদাগরের ছেলে। শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র?্যাব-১১, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। নিহত মো. রিপন (৫২) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরমাকছেমুল গ্রামের মৃত মো. হাবিব উলস্ন্যার ছেলে। র?্যাব জানায়, গ্রেপ্তার আসামি জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন। চরজব্বার থানার ওসি কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় নিহতের ছেলে আরমান হোসেন বাদী হয়ে চরজব্বর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকে আসামি পলাতক ছিল। র?্যাব ও পুলিশ যৌথভাবে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুনের কথা স্বীকার করেছে। তাকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। কানাইঘাট (সিলেট) প্রতিনিধি জানান, সিলেটের কানাইঘাটে থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৬৮ বোতল ভাতরীয় মদসহ এক সিএনজি চালিত অটোরিকশা চালককে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, শনিবার রাতে উপজেলার দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের পূর্ব কুওরেরমাটি জামে মসজিদের সামনে সিলেট-জকিগঞ্জ সড়কে চেকপোস্ট বসিয়ে মাদক বহনকারী সিএনজি গাড়িটি থামানোর চেষ্টা করে পুলিশ। এ সময় পুলিশের অবস্থান টের পেয়ে সিএনজিতে থাকা তিন মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও সিএনজিসহ গাড়ির চালক জকিগঞ্জ উপজেলার খিলগ্রামের আমিনুল ইসলামের ছেলে রাসেল আহমদকে (৩২) আটক করা হয়েছে। এ ঘটনায় এসআই পীযূষ চন্দ্র সিংহ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চালক ও পলাতক ৩ জনকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।