যবিপ্রবিতে শিক্ষকদের দ্বিতীয় দিনের কর্মবিরতি

প্রকাশ | ০৩ জুন ২০২৪, ০০:০০

যবিপ্রবি প্রতিনিধি
সার্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেড প্রদান ও স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে কর্মবিরতি পালন করেন যবিপ্রবি শিক্ষকরা -যাযাদি
সর্বজনীন পেনশন-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেড প্রদান ও স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষকরা। রোববার যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের নিচে এই কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মানববন্ধনে শিক্ষক নেতারা বলেন, পেনশন-সংক্রান্ত যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, এতে শিক্ষকদের অধিকার ক্ষুণ্ন হয়েছে। এই পেনশন ব্যবস্থা দেশ ও জাতিকে মেধাশূন্য করার একটি গভীর চক্রান্ত। আমরা দ্রম্নত এর সমাধান চাই। মুষ্টিমেয় সুবিধাবাদী সরকারি কিছু আমলার চক্রান্তে এমন বৈষম্যমূলক পেনশন ব্যবস্থা চালু হয়েছে বলে দাবি করেন তারা। অতিদ্রম্নত এই সর্বজনীন পেনশন বাতিল চেয়ে শিক্ষকরা বলেন, কাজের স্পৃহা তখনই আসে যখন কর্মক্ষেত্রে নায্য অধিকার আদায় হয়। বর্তমানে যে সর্বজনীন পেনশন সিস্টেম চালু হয়েছে এতে অনেকে কাজের প্রতি আস্থা হারিয়ে ফেলবে। মেধাবীরা শিক্ষকতার মতো মহান পেশায় আসতে চাইবে না। এতে দেশ মেধাশূন্য হয়ে যাবে।