সব অপশক্তি মোকাবিলা করে এগিয়ে যাব -প্রতিমন্ত্রী দারা

প্রকাশ | ০৩ জুন ২০২৪, ০০:০০

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পলস্নী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ দারা -যাযাদি
সরকারের পলস্নী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী মো. আব্দুল ওয়াদুদ দারা বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব অপশক্তি মোকাবিলা করে আমরা উন্নয়ন ও স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাব। জাতির পিতার কন্যার নেতৃত্বে ডেল্টা পস্ন্যান বাস্তবায়ন করা হবে। বিগত ৫ বছরে যে উন্নয়ন হয়নি আগামী ৫ বছরে তা পূর্ণ করব। প্রত্যেক ইউনিয়ন থেকে এক থেকে দুইশ' জন গরিব লোক নিয়ে কাজ করব। চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নেও কাজ করব।' গত শনিবার বিকালে দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সরকারের নবনিযুক্ত পলস্নী-উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ এমপি ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফকে গণসংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, দুর্গাপুর পৌরসভা, ডিগ্রি কলেজ, দুর্গাপুর মহিলা কলেজ, সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সহ রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ ও উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শরিফুজ্জামান শরিফকে গণসংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ বলেন, 'জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা উন্নয়ন ও অগ্রগতির মহানায়ক। তিনি আমাদের বিশ্ব দরবারে মর্যাদার আসনে বসিয়েছেন। এ কারণেই বাংলাদেশের মানুষ তাকে ভালোবেসে পঞ্চমবারের মতো দেশের দায়িত্ব তুলে দিয়েছেন।' উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান ফিরোজের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাগমারা থেকে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম আসাদুজ্জামান আসাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পুঠিয়া থেকে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আব্দুস সামাদ, জেলা যুবলীগের সাবেক সভাপতি আবু সালেহ, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবু ওবায়দা মাসুম, পৌর আওয়ামী লীগের সভাপতি আজাহার আলী ও দুর্গাপুর পৌর মেয়র সাজেদুর রহমান মিঠু প্রমুখ।