রংপুর ও শ্রীপুরে শিশুসহ সড়কে প্রাণ হারাল ৩ জন

প্রকাশ | ০৩ জুন ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
রংপুর ও গাজীপুরের শ্রীপুর সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন প্রাণ হারাল। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- রংপুর প্রতিনিধি জানান, রংপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় শেফা আক্তার নামে চার বছরের এক শিশু প্রাণ হারাল। এ সময় শিশুটির নানি বিলকিস বেগম (৫০) গুরুতর আহত হয়েছেন। রোববার সকাল আনুমানিক ৯টার দিকে মহানগরীর রংপুর-দিনাজপুর মহাসড়কের নগরীর উত্তম হাজির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু শেফা নগরীর হাজিরহাট ডাক্তারপাড়া এলাকার সাদ্দাম হোসেনের শিশু মেয়ে। রংপুর মহানগর হাজিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব বসুনিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশ দিয়ে শিশু শেফা আক্তার তার নানির সঙ্গে মুদি দোকানে যাওয়ার পথে ডাম্প ট্রাকটি তাদের চাপা দেয়। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। এতে গুরুতর আহত হন শিশুটির নানি বিলকিস বেগম। পরে নানিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাপসপাতালে ভর্তি করানো হয়। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চালক ঘাতক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। ট্রাকটি এখন পুলিশ হেফাজতে রয়েছে। শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে অজ্ঞাত ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় এক মাছ ব্যবসায়ীসহ দুইজনের মৃতু্য হয়েছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। রোববার ভোর ৪টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার আলীপুর গ্রামের নতেশ রায়ের ছেলে পিকআপ চালক চঞ্চল রায় (৩০) ও বরিশালের মেহেন্দিগঞ্জ থানার সিদ্দিক হাওলাদারের ছেলে রিপন (৩৫)। এ ঘটনায় মামুন নামের আরও এক পিকআপের যাত্রী আহত হয়েছেন। তার বাড়ি বরিশাল বলে জানা গেছে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ বলেন, রোববার ভোর ৪টার দিকে অজ্ঞাতনামা গাড়ির সঙ্গে সংঘর্ষে পিকআপে থাকা দুজনের মৃতু্য হয়েছে। লাশ হাইওয়ে থানায় আছে। তাদের স্বজনরা থানায় এসেছেন। লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলমান আছে। দুর্ঘটনাকবলিত পিকআপ পুলিশি হেফাজতে আছে।