শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

মালয়েশিয়ার শ্রমবাজার সংকট তৈরির সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না : প্রতিমন্ত্রী

যাযাদি ডেস্ক
  ০২ জুন ২০২৪, ০০:০০
মালয়েশিয়ার শ্রমবাজার সংকট তৈরির সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না : প্রতিমন্ত্রী

মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সংকট তৈরির সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেছেন, জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার বেলা দেড়টার দিকে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, 'যে বা যারা এই সংকট সৃষ্টির পেছনে দায়ী, তদন্ত কমিটি হবে। তদন্ত কমিটির মাধ্যমে যাদের বিরুদ্ধে এই সমস্ত বিষয় উঠে আসবে, তাদের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। তাদের ছাড় দেওয়া হবে না।'

মানুষের রুটিরুজি নিয়ে ছিনিমিনি খেলা প্রধানমন্ত্রী সহ্য করেন না- মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী সহ্য করেন না, আমরাও সহ্য করি না। প্রধানমন্ত্রী চান, বিদেশে দক্ষ শ্রমিক প্রেরণের জন্য। বৈধ পথে শ্রমিক প্রেরণ করার জন্য। সে হিসেবে বৈধ পথে শ্রমিক বিদেশে যাবে। বৈধ পথে টাকা প্রেরণ করবে। এটাই আমাদের লক্ষ্য। আমাদের উদ্দেশ্য কাউকে হয়রানি করা নয়। যে বা যারা হয়রানির সঙ্গে জড়িত, তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'

প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী আরও বলেন, 'মালয়েশিয়ায় প্রায় ৫ লাখের ওপরে কর্মী পাঠানোর জন্য মালয়েশিয়া সরকার কোটা দিয়েছিল। সেই কোটা পূরণে কাজ করেছিল বাংলাদেশ। এর পরিপ্রেক্ষিতে রিক্রুটিং এজেন্সি মালিকদের সংগঠন বায়রার সঙ্গে কথা বলে যাদের ভিসা হয়েছে এবং যাদের ভিসা হয়নি, কারা কয় তারিখে যাবেন, সে তথ্য চাওয়া হয়েছিল। কিন্তু বায়রা সেই তালিকা দিতে পারেনি। যার কারণে ফ্লাইটের অসুবিধা হয়েছে। এরপরও আমাদের মন্ত্রণালয় প্রায় ২২টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে দিয়েছে। এরপর মালয়েশিয়া সরকারকে সময় বাড়ানোর জন্য চিঠি দেওয়া হয়েছে। এখনো সেটির উত্তর আসেনি।'

প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, 'এসব সমস্যা সমাধানে দূতাবাস ও মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি যে যে বা যারা এই সংকট সৃষ্টি করার পেছনে দায়ী, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও গ্রহণ করা হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে