শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১

ট্রেন বন্ধ রেখে বাস মালিকদের সুবিধা দেব এটা বিকৃত মানসিকতা : রেলমন্ত্রী

যাযাদি ডেস্ক
  ০২ জুন ২০২৪, ০০:০০
ট্রেন বন্ধ রেখে বাস মালিকদের সুবিধা দেব এটা বিকৃত মানসিকতা : রেলমন্ত্রী

বাস মালিকদের সুবিধা দেওয়ার জন্য কখনো ট্রেন বন্ধ করা হবে না বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী জিলস্নুল হাকিম। ঢাকা-কক্সবাজার যাওয়ার পথে 'কক্সবাজার এক্সপ্রেস' বন্ধ হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন।

শনিবার দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলায় তিনি বলেন, 'বাস মালিকদের সুবিধার জন?্য ট্রেন বন্ধ রেখে তাদের সুবিধা দেব এটা বিকৃত মানসিকতার পরিচয়। রেলকে ব?্যবহার করে কেউ সুবিধা নেবে এটা দিতে আমরা রাজি না।'

মন্ত্রী বলেন, 'মাঝেমধ্যে ইঞ্জিনে যান্ত্রিক ত্রম্নটির কারণে দু-একটি ট্রেন বন্ধ রাখা হয়। বর্তমানে রেলপথ সম্প্রসারণ হচ্ছে, রেলের নতুন নতুন বগি আসছে। আমরা এরই মধ্যে ভারত থেকে ২০০ বগি আনার জন?্য চুক্তি করেছি।'

এ ছাড়া দক্ষিণ কোরিয়া থেকে আরও ২৬০টি বগি আসবে; খুব তাড়াতাড়ি সেই চুক্তি হবে বলেও জানান তিনি। আগামী কোরবানির ঈদে মানুষ ভোগান্তি ছাড়াই বাড়ি যাবে এমন আশাবাদ ব্যক্ত করে জিলস্নুল হাকিম বলেন, 'মানুষের দোয়া ও সবার সহযোগিতায় এবারের ঈদ যাত্রায় আমরা সফল হব। আমরা চেষ্টা করছি, ভোগান্তি ছাড়া এবারের ঈদেও মানুষ ঘরে যাবে।'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ নভেম্বর চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইনের উদ্বোধন করলেও ঢাকা-কক্সবাজার পথে 'কক্সবাজার এক্সপ্রেস' চালু হয় ১ ডিসেম্বর। চলতি বছরের ১০ জানুয়ারি শুরু হয় 'পর্যটক এক্সপ্রেস' নামে আরেকটি ট্রেন। চট্টগ্রাম-কক্সবাজার পথে কোনো ট্রেন না থাকায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ছিল। পরে ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ট্রেনটি চালু করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে