সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০২ জুন ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
শিক্ষার্থীদের সংবর্ধনা ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি বাংলাদেশ ইসলামি ছাত্রসেনা সমিতির হাট ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় এসএসসি/ দাখিল ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সমিতির হাট এসএম ভিআইপি কনভেনশন হলে ছাত্রসেনা সমিতির হাট ইউনিয়ন শাখার সভাপতি মিজানুর রহমান মুন্নার সভাপতিত্বে এতে উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামি ফ্রন্ট কেন্দ্রীয় উপ-অর্থ সচিব মাওলানা আবুল মনসুর, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অধ্যাপক মাওলানা মীর আবদুর রহিম মুনিরী। প্রধান বক্তা ছিলেন- ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ আবু আজম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ফ্রন্ট ফটিকছড়ি দক্ষিণ উপজেলার সভাপতি মাস্টার মুহাম্মদ খোরশেদুল আলম, সমিতির হাট ইউনিয়ন ইসলামি ফ্রন্টের সহ-সভাপতি শহীদুলস্নাহ্‌ চৌধুরী। শ্রদ্ধা নিবেদন ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের আনোয়ারার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক শুক্রবার বিকালে সাবেক রাষ্ট্রদূত প্রয়াত আতাউর রহমান খান কায়সার, চট্টগ্রাম মহানগরী মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফা কায়সার ও সাবেক আনোয়ারা উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম খান শওগাত'র কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। পরে কবর জিয়ারত ও মোনাজাত করেন। এই সময় তার সঙ্গে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ ইদ্রিস, আওয়ামী লীগ নেতা ইয়াসিন হিরো, সাবেক চেয়ারম্যান আব্দুল গাফফার চৌধুরী, মাইনুদ্দিন খান পিন্টু। কমিটি গঠন ম মণিরামপুর (যশোর) প্রতিনিধি যশোরের মণিরামপুর বাজার যুব ছিটকাপড় ও টেইলার্স মালিক সমিতির দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার ১১ সদস্যবিশিষ্ট এই কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তাজাম্মুল টেইলার্সের স্বত্ব্বাধিকারী মো. তাজাম্মুল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মর্ডান ক্লথের পরিচালক মো. সাইফুল ইসলাম। সব সদস্যদের সর্বসম্মতিক্রমে গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি অলোক কুমার নন্দন, যুগ্ম-সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ ইলিয়াস হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক আনছার আলী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য জাহাংগীর আব্দুস সাত্তার ও নিলয় কুন্ডু। সচেতনমূলক প্রশিক্ষণ ম শালিখা (মাগুরা) প্রতিনিধি মাগুরার শালিখা বিআরডিবি'র ইরেসপো প্রকল্পের আয়োজনে, বুনাগাতী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কিশোরীদের সচেতন মূলক প্রশিক্ষণ ও ১০০ জন শিক্ষার্থীর মধ্যে স্বাস্থ্য সুরক্ষা এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সভায় বক্তব্য রাখেন ইউএনও হরেকৃষ্ণ অধিকারী, আরডিও দেবাশীষ কুমার দাশ, এআরডিও (ইরেসপো) সঞ্জিব মজুমদার, বুনাগাতী ইউপি চেয়ারম্যান মো. বখতিয়ার উদ্দীন লস্কার। সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক কিশোর কান্তি বিশ্বাস। ত্রাণ বিতরণ ম পিরোজপুর (ইন্দুরকানি) প্রতিনিধি পিরোজপুরের ইন্দুরকানীতে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আবুবক্কর সিদ্দিকী। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সোহাগ হোসেন, উপজেলা মৎস্য অফিসার অসিত শাহা, বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী ও চন্ডিপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, স্থানীয় ইউপি সদস্য দুলাল ফকির, শহিদুল ইসলামসহ প্রতিনিধি ও সংশ্লিষ্ট অফিসাররা। সভা অনুষ্ঠিত ম শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ টু্যরিজম বোর্ড কর্তৃক আয়োজিত 'সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে সভা' অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দেশের অন্যতম পর্যটন এলাকা ও চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলের একটি রিসোর্টে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে টু্যরিজম বোর্ডের সহকারী পরিচালক (প্রশাসন) তাহারিন তৌহিদার সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ টু্যরিজম বোর্ডের উপ-পরিচালক (প্রশাসন ও সমন্বয়, উপসচিব) মোহাম্মদ সাইফুল হাসান, ডি-মোর হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপক (অপারেশন) লোকমান হোসেন অপু, শ্রীমঙ্গল টু্যরিস্ট পুলিশ জোনের পুলিশ পরিদর্শক প্রদিপ কুমার চক্রবর্তী। এ ছাড়া ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপ-সচিব সানজিদা শারমিন। ত্রাণ সহায়তা ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি গবগনা বরাদম হাজাছড়া এলাকায় ১০ আর.ই ব্যাটালিয়নের আওতাধীন দুর্যোগকালীন সম্প্রতি রেমালের তান্ডবে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা করা হয়েছে। শনিবার সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত সেনাপ্রধানের দিক নির্দেশনায় এবং ১০ আর.ই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সোহেল পিএসসি'র সার্বিক তত্ত্বাবধানে ত্রাণ সহায়তা প্রদান করে ক্যাপ্টেন মো. এনামুল হক সাকিব। ভবিষ্যতে এরকম দুর্যোগকালে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। সংবর্ধনা প্রদান ম বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উদ্যোগে দিনাজপুরের বীরগঞ্জে সংসদ সদস্য ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি বীরগঞ্জ উপজেলা সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ মো. জাকারিয়া জাকা, নবনির্বাচত উপজেলা চেয়ারম্যান মো. আবু হুসাইন বিপু, উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার পরিমল কুমার রায় ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আয়শা আক্তার বৃষ্টি। ভিত্তিপ্রস্তর স্থাপন ম কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কাপাসিয়ায় চাঁদপুর বাজারে তা'লিমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার নতুন বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন- উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. আশরাফ আলী সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান হাফিজুল হক চৌধুরী আইয়ুব, সাবেক ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান সরকার, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. খাইরুল ইসলাম, মো. তাজুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভা ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি টঙ্গীর সফি উদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের সাথে ছাত্রছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার একাডেমিক মিলনায়তনে সফি উদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ অধ্যক্ষ মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং প্রভাষক বেলায়েত হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, কলেজ শাখার ইনচার্জ মোসা. মাহমুদা ইসলাম, সিনিয়র প্রভাষক মো. মিজানুর রহমান, সাবেক অভিভাবক সদস্য মো. মনিরুজ্জামান, প্রভাষক মো. আনসার আলী, মো. ওমর ফারুক। শাহাদতবার্ষিকী ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি ভাওয়াল বীর শহীদ আহসান উলস্নাহ মাস্টার এমপির ২০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার গাছা থানা আওয়ামী লীগ ও ৩৮ নম্বর ওয়ার্ডবাসীর যৌথ উদ্যোগে গাছা থানা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহম্মেদ মহির সভাপতিত্বে ও ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজি মনিরুজ্জামান মনিরের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী মির্জা আজম এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ জাহিদ আহসান রাসেল। খাদ্যসামগ্রী বিতরণ ম তালতলী (বরগুনা) প্রতিনিধি বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত শতাধিক রাখাইন পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার নামিশিপাড়া এলাকায় এই ত্রাণসামগ্রী বিতরণ করেন ইউএনও সিফাত আনোয়ার তুমপা। উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন, ঘূর্ণিঝড় পরবর্তী সময় জেলা প্রশাসক মুহা. রফিকুল ইসলামের নির্দেশে প্রতিটি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। এরই ধারাবাহিকতায় ক্ষতিগ্রস্ত রাখাইনদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মতবিনিময় সভা ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জামালপুরের বকশীগঞ্জে নিলাখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন উপলক্ষে প্রাক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নিলাখিয়া ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম লিচুর সভাপতিত্বে ৯ নম্বর ওয়ার্ডের জানকিপুর নতুন বাঁশকান্দা গ্রামে স্থানীয় এলাকাবাসী ও ভোটারদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা করেন। এ সময় বক্তব্য রাখেন- মজিবুর রহমান ডিপটি, অ্যাডভোকেট ইসমাইল সিরাজী, জানকিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, আশরাফুল ইসলাম বিকট, কোহিনুর ইসলাম প্রমুখ। তামাকমুক্ত দিবস ম ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি 'তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি' প্রতিপাদ্য বিষয়েকে তুলে ধরে পিরোজপুরের ইন্দুরকানীতে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৪ উপলক্ষে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শনিবার রূপসী বাংলা উন্নয়ন সংস্থা এবং বাংলাদেশ তামাকবিরোধ জোটের যৌথ উদ্যোগে ইন্দুরকানী সদর রোডে এ সময় বক্তব্য রাখেন- ইন্দুরকানী উপজেলা নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মাহমুদুল হক দুলাল, সাবেক ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হেলাল উদ্দিন গাজী, সাবেক বিআরডিবি চেয়ারম্যান মো. ফদির আহমেদ, ইন্দুরকানী প্রেস ক্লাব সভাপতি এইচএম ফারুক হোসাইন ও সেক্রেটারি মনিরুজ্জামান খান। আর্থিক সহায়তা ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি জামালপুরের ইসলামপুর উপজেলায় বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদের মধ্যে চেক ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার জামালপুরে ইসলামপুর উপজেলা পরিষদের আব্দুল বারী মন্ডল মিলনায়তনে চেক ও উপকরণ বিতরণ করেন- ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাসের, ইসলামিক ফাউন্ডেশনের ময়মনসিংহের বিভাগীয় উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএএম আবু তাহের এবং উপজেলা কৃষি কর্মকর্তা এ এল এম রেজুয়ান। ফুলেল শুভেচ্ছা ম খানসামা (দিনাজপুর) প্রতিনিধি \হদিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাহ তৃতীয়বারের মতো নির্বাচিত হওয়ার পর বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন। এ সময় সাধারণ মানুষের ভালোবাসায় আবেগাপস্নুত হয়ে পড়েন তিনি। নির্বাচিত হওয়ার পর উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও পাড়ামহলস্না থেকে বিজয় মিছিল নিয়ে আসেন ভোটার-কর্মী সমর্থকরা। এ সময় সাধারণ মানুষ, বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করান। আয়োজন করা হয় ব্যান্ড পার্টিরও। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাহ বলেন, খানসামা উপজেলার জনগণ দল-মতনির্বিশেষে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে এ জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।