পঞ্চগড়ে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

প্রকাশ | ০২ জুন ২০২৪, ০০:০০

পঞ্চগড় প্রতিনিধি
স্বল্প খরচে আধুনিক ও মানসম্মত কিডনি ডায়ালাইসিস সেবা নিশ্চিতের লক্ষ্যে পঞ্চগড়ে সোনার বাংলা (এসবিএফ) সিলিকন ভ্যালি অ্যারিজোনা কিডনি ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে পঞ্চগড় জেলা শহরের কায়েতপাড়া এলাকায় ফিতা কেটে কিডনি ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাইমুজ্জামান ভুঁইয়া মুক্তা। সোনার বাংলা ফাউন্ডেশন বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার হোসনে আরা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দেলওয়ার হোসেন প্রধান, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাইদ, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ইউরোলজি সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডা. শহীদুল ইসলাম সুগম,  নেফ্রোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. এবিএম মোবাশ্বের আলম সুজা, পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মোস্তফা জামান চৌধুরী প্রমুখ। এ সময় বক্তারা বলেন, দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের মানুষজন কিডনি জটিলতাসহ নানা চিকিৎসা সেবা নিতে রংপুর, দিনাজপুর কিংবা ঢাকামুখী হয়ে থাকেন। তবে আমেরিকা প্রবাসী বাংলাদেশিদের (সাবেক ক্যাডেট) উদ্যোগে  স্বল্প খরচে আধুনিক ও মানসম্মত কিডনি ডায়ালাইসিস করতে প্রান্তিক জেলা পঞ্চগড়সহ ২১টি জেলায় ২৩টি কেন্দ্রে কিডনি ডায়ালাইসিস করা হচ্ছে।