উখিয়ায় বিপুল পরিমাণ চোরাই কাঠ উদ্ধার

প্রকাশ | ০২ জুন ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
কক্সবাজারের উখিয়া বন বিভাগ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই কাঠ উদ্ধার করেছে। গত শুক্রবার রাতে উপজেলার পালংখালীতে এই অভিযান চালানো হয়। উখিয়া রেঞ্জের থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাস অভিযানের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের একটি টিম মৃত আবুল মঞ্জুরের ছেলে শফিকুর রহমান প্রকাশ মতিয়ার বাড়িতে অভিযান চালিয়ে বিপুলসংখ্যক বলস্নীকাঠ জব্দ করে। জব্দকৃত চোরাই কাঠ বনবিট কার্যালয়ে আনা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, মৃত আবু মঞ্জুরের তিন ছেলেসহ স্থানীয় ১০-১২ জনের একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সরকারি বনাঞ্চলের সামাজিক বনায়নের গাছ কর্তন করে বিভিন্ন স্থানে পাচার করে আসছে। এতে করে সামাজিক বনায়ন সাবাড় হচ্ছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাস জানান, পাচারের ঘটনায় কারা জড়িত তথ্য-উপাত্ত সংগ্রহ করে বিভাগীয় মামলা করার প্রস্তুতি চলছে।